লিন ফেং
2022-09-19 14:14:54

১৯৭৯ সালের ৮ ডিসেম্বর লিন ফেং চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের টিভি ও চলচ্চিত্র  অভিনেতা এবং পপসঙ্গীত গায়ক।

 

১৯৯৯ সালে তিনি টিভিবি বিনোদনমূলক প্রশিক্ষণ কোর্স থেকে স্নাতক হয়ে টিভিবি ৮-এ উপস্থাপক ও সাংবাদিক হন। ২০০০ সালে তিনি প্রথমবারের মতো এক টিভি নাটকে অভিনয় করেন। ২০০৭ সালের নভেম্বরে তিনি তাঁর প্রথম ক্যান্টনিজ অ্যালবাম “স্মৃতিতে তোমার জন্য ভালোবাসা” প্রকাশ করেন।

২০১১ সালের ৪ঠা মার্চ লিন ফেংয়ের জন্য একটি বড় দিন। কারণ সেদিন তিনি তাঁর অনুরাগীদের জন্য “প্রথমবার” নামক ম্যান্ডারিন অ্যালবাম প্রকাশ করেন। গান বাছাই থেকে প্রকাশ পর্যন্ত এক বছরের বেশি সময় লেগেছে। অ্যালবামটির তৈরি করেন খুবই সতর্কভাবে। অ্যালবামে মোট দশটি গান অন্তর্ভুক্ত হয়। তাঁর অভিনীত টিভি নাটক ও চলচ্চিত্র নিরন্তর ছিল। এছাড়া, তাঁর ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজিত হয়। তবে, তিনি অ্যালবামের জন্য সময় রেখে বের করেছেন। ম্যান্ডারিন ভাষা তাঁর জন্য খুব পরিচিত ও পছন্দের ভাষা।

 

সুতরাং তিনি আশা করেন, অ্যালবামটি দিয়ে মূল-ভূভাগে তাঁকে সমর্থনকারীদের ধন্যবাদ জানান। বন্ধুরা, অ্যালবামে অন্তর্ভুক্ত “আমাকে এক ঘণ্টার জন্য তোমাকে ভালবাসতে দাও” নামক গানটি দিয়ে লিন ফেং অনেক পুরস্কার জিতেন।

 

“এল এফ” হলো লিন ফেং-এর ২০১১ সালের জুলাই মাসে প্রকাশিত একটি অ্যালবাম। এতে মোট ১০টি গান অন্তর্ভুক্ত হয়। ২০১১ সালে তিনি তাঁর তৃতীয় সঙ্গীতানুষ্ঠানের জন্য প্রস্তুতি নেয়ার সঙ্গে সঙ্গে অ্যালবামটি প্রকাশ করেন। অ্যালবামটি সঙ্গীতানুষ্ঠানের থিম অ্যালবাম ছিল। অ্যালবামে “ছক” নামক গানটি খুবই বৈশিষ্ট্যময়। তাহলে এখন আমরা গানের মধ্য দিয়ে সেটা অনুভব করবো, কেমন? (গান-৩)

 

২০১২ সালের অগাস্টে লিন ফেং “আত্মপ্রতিকৃতি” নামক ক্যান্টনিজ অ্যালবাম প্রকাশ করেন। “শক্ত পাথর” এর মধ্যে একটি গান। গানটির ম্যান্ডারিন ভাষার সংস্করণও আছে। কিন্তু আজকের অনুষ্ঠানে আমি আপনাদের ক্যান্টনিজ সংস্করণটি শোনাব, কেমন?

 

 “লেটস গেট ওয়েট” হলো লিন ফেংয়ের ২০০৯ সালের জুন মাসে প্রকাশিত তৃতীয় অ্যালবাম। অ্যালবামের শিরোনাম গান তাঁর প্রথম সঙ্গীতানুষ্ঠানের থিম সং। এছাড়া, “যদি সময় আসে” এবং “কান্নার যোগ্য” অ্যালবামের দু’টো প্রধান গান। এর মধ্যে “যদি সময় আসে” গানটি তখন বেশ কয়েকটি পুরস্কার জিতে। 

 

“তুমি আমাকে খোঁজা বন্ধ করা পর্যন্ত” গানটি হংকং টিভিবি-এর একটি টিভি নাটকের থিম সং। লিন ফেং টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি গানটি গেয়েছেন। এছাড়া, গানটি তাঁর ২০১০ সালের জুলাই মাসে প্রকাশিত চতুর্থ অ্যালবাম “কাম টু মি”-এ অন্তর্ভুক্ত হয়। গানটি তাঁর জন্য অনেক পুরস্কার বয়ে এনেছে। 

 

 (প্রেমা/এনাম)