আর দ্বিধা নেই
2022-09-18 19:22:34

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংগীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’।   আর এ আসরে আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

 

বন্ধুরা, আজকের আসরে আমি আপনাদেরকে হংকংয়ের ব্যান্ড ‘বিয়ন্ড’-এর পরিচয় দেবো এবং ব্যান্ডের কয়েকটি গান শোনাবো। ১৯৮৩ সালে এ ব্যান্ড প্রতিষ্ঠিত হয়। এ ব্যান্ডের সাথে যুক্ত হুয়াং চিয়া চু ছিলেন চীনের পপ সংগীত ও রক সংগীত ইতিহাসের এক অসাধারণ প্রতিভাবান ব্যক্তি। তিনি এ ব্যান্ডটির অনেক জনপ্রিয় গান রচনা করেছেন। গত শতাব্দীর আশির  দশকের শেষ দিকে বিয়ন্ড হংকংয়ে সাফল্য পায়। কিন্তু তত্কালীন হংকংয়ের সংগীত মহলের প্রতি অসন্তোষ প্রকাশ করে এ ব্যান্ড সংগীত সৃষ্টির স্বাধীন অবকাশ খুঁজতে জাপানে যায়। এখন শোনাবো ব্যান্ডটির ‘গৌরবময় সময়’ শীর্ষক গান। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন বিয়ন্ডের ‘গৌরবময় সময়’ শীর্ষক গান। ১৯৮৩ সালে একটি বাদ্যযন্ত্র দোকানের মালিকার মাধ্যমে হুয়াং চিয়া চু ও ইয়ে শি রং একে অপরের সঙ্গে পরিচিত হন। দু’জনেরই সংগীতের প্রতি আগ্রহ ছিল। দু’জন একটি ব্যান্ড গড়ে তোলার সিদ্ধান্ত নেন। পরে গিটারিস্ট তেং ওয়েই ছিয়ানও ব্যান্ডটিতে যোগ দেন। তখন থেকে বিয়ন্ড জনপ্রিয় হয়ে ওঠে। ব্যান্ড গড়ে তোলার পর হংকংয়ের ‘গিটার’ নামের ম্যাগাজিনের উদ্যোগে আয়োজিত একটি সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান পায় বিয়ন্ড। এখন শোনাবো ব্যান্ডটির ‘আর দ্বিধা নেই’ শীর্ষক গান। গানটি ১৯৯১ সালে রিলিজ হয়। হুয়াং চিয়া চু গানটির সুর রচনা করেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন বিয়ান্ড-এর ‘আর দ্বিধা নেই’ শীর্ষক গান। বিয়ন্ডের মোট চার সদস্য। প্রধান গায়ক হুয়াং চিয়া চুও গিটারিস্ট। প্রধান গিটারিস্ট তেং ওয়েই ছিয়ান, বেসিস্ট লি রং ছাও ও ড্রামার ইয়ে শি রং। কিন্তু ১৯৮৩ সালের শেষ দিকে তেং ওয়েই ছিয়ান ও লি রং ছাও ব্যান্ড ত্যাগ করেন। এরপর ওয়াং ঔ ওয়েন প্রধান গিটারিস্ট হিসেবে ব্যান্ডটিতে যোগ দেন। একই বছরে হুয়াং চিয়া চু’র ছোট ভাই হুয়াং চিয়া ছিয়াং ব্যান্ডটিতে যোগ দেন এবং প্রধান বেসিস্ট হন। এখন শোনাবো ব্যান্ডটির ‘ভূমি’ শীর্ষক গান। গানটির সুর হুয়াং চিয়া চু রচনা করেছেন।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড বিয়ন্ডের ‘ভূমি’ শীর্ষক গান। ১৯৮৪ সালের শুরু দিকে ওয়াং ঔ ওয়েন ব্যান্ড ত্যাগ করেন। এরপর ছেন শি আন বিয়ন্ডে যোগ দেন। তিনি ছিলেন ব্যান্ডটির প্রধান গিটারিস্ট। একই বছরে ব্যান্ডটির ‘হংকং’ নামের অ্যালবাম প্রকাশিত হয়। অ্যালবামটিতে দু’টি ইংরেজি গান অন্তর্ভুক্ত হয়। ১৯৮৫ সালে বিয়ন্ড প্রথম কনসার্ট আয়োজন করে। একই বছর ছেন শি আন ব্যান্ড ত্যাগ করেন। কিন্তু হুয়াং কুয়ান চং ব্যান্ডটিতে যোগ দেন। তখন থেকে তিনি হলেন বিয়ন্ডের প্রধান গিটারিস্ট। এখন শোনাবো ব্যান্ডটির ‘সত্যিই তোমাকে ভালবাসি’ শীর্ষক গান। গানটি ১৯৮৯ সালে রিলিজ হয়। হুয়াং চিয়া চু গানটির সুর রচনা করেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড বিয়ন্ডের ‘সত্যিই তোমাকে ভালবাসি’ শীর্ষক গান। ১৯৮৬ সালে ব্যান্ডটি প্রথম অ্যালবাম প্রকাশ করে। সংগীত রচনা থেকে অ্যালবামের প্রযোজনা সবই ব্যান্ডটির নিজস্ব। অ্যালবামটি প্রকাশিত হবার পর খুবই জনপ্রিয়তা পায়। ১৯৮৮ সালে ব্যান্ডটি একটি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। একই বছরের মার্চ মাসে ব্যান্ডটি একটি ক্যান্টনিজ ভাষার অ্যালবাম প্রকাশ করে। এখন শোনাবো ব্যান্ডটির ‘তোমাকে পছন্দ করি’ শীর্ষক গান। গানটি ১৯৮৮ সালে রিলিজ হয়। হুয়াং চিয়া চু গানটির সুর রচনা করেন। তবে গানটি একটি পুরাতন গান। অবশ্য এখনও গানটি খুবই জনপ্রিয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড বিয়ন্ডের ‘তোমাকে পছন্দ করি’ শীর্ষক গান। বিয়ন্ডকে বলা যায় চীনের হংকংয়ের সংগীত জগতের একটি ইতিহাস। শুধু চীনে নয়, বরং দক্ষিণ-পূর্ব এশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ায়ও খুবই জনপ্রিয় এই ব্যান্ড। কিন্তু ১৯৯৩ সালের ২৪ জুন ব্যান্ডটি জাপানে টোকিও ফুজি টিভি কেন্দ্রের একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় প্রধান গায়ক হুয়াং চিয়া চু মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত হন। কয়েক দিন তিনি অচেতন ছিলেন। ৩০ জুন বিকাল তিনটা ১৫ মিনিটে হুয়াং চিয়া চু মারা যান। তখন তাঁর বয়স মাত্র ৩১ বছর। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘গ্রে ট্র্যাক’ শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৯০ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)