বাংলাদেশ সীমান্তে গোলা: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
2022-09-18 20:00:02

ঢাকা, সেপ্টেম্বর ১৮: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টারের গোলায় বাংলাদেশের বান্দরবানে একজন নিহত হওয়ার ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের দূতকে তলব করে প্রতিবাদ জানায় ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালক নাজমুল হুদা তাকে তলব করেন। এ নিয়ে এক মাসের মধ্যে চতুর্থবারের মতো তলব করা হলো দেশটির রাষ্ট্রদূতকে।

 গত শুক্রবার রাতে বান্দরবানের ঘুমধুম ঘোনারপাড়া সীমান্তে শূন্যরেখায় মর্টারের ওই গোলা এসে বিস্ফোরণ হয়।

এর আগে সবশেষ ৪ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মাইনুল কবির একই ঘটনায় রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে প্রতিবাদপত্র দেন।

গত ২০ ও ২৮ আগস্টও মিয়ানমার থেকে মর্টারের গোলা বাংলাদেশ সীমানায় এসে পড়ে। সে কারণে ২১ ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় ঢাকা।

শান্তা/ হাশিম