রোববারের আলাপন-চতুর্থ চীন-বাংলাদেশ ‘অ্যাম্বাসেডর কাপ’ উ সু প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত
2022-09-18 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ।


বন্ধুরা, বেইজিংয়ে এখন শরৎকাল চলছে। চীনের সবচেয়ে আরামদায়ক মৌসুম। এখন বেশি গরম নয়, বেশি ঠান্ডাও নয়। বাইরের ল্যান্ডস্কেপও অনেক সুন্দর। তৌহিদ, চীনের কোনো মৌসুম আপনার সবচেয়ে প্রিয়?


তৌহিদ:....

সংগীত 


আকাশ: বন্ধুরা, এ মাসের ৩ তারিখে, চতুর্থ চীন-বাংলাদেশ ‘অ্যাম্বাসেডর কাপ’ উ সু (কংফু) প্রতিযোগিতা-২০২২ ঢাকার শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত লি মিং চি এতে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন। 


ভাষণে তিনি ‘উ সু’র আসল সাংস্কৃতিক অর্থ ও দার্শনিক চিন্তাধারা সবার কাছে ব্যাখ্যা করেছেন। তিনি প্রতিনিধিদের সুষ্ঠু ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশ উ সু ফেডারেশনের সুষ্ঠু সাংগঠনিক কাজের প্রশংসা করেছেন।


এবারের প্রতিযোগিতায় মোট বাংলাদেশের ১৪টি অঞ্চলের ১৪ প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সংখ্যা ২৮৫ জন।  


প্রসঙ্গত, বিশ্বব্যাপী প্রায় ১.২ কোটি লোক উ সু চর্চা করেন। এর মধ্যে কিশোরদের সংখ্যা মোট পরিমাণের ৫০ ভাগেরও বেশি। বাংলাদেশেও উ সু চর্চার ঐতিহ্য রয়েছে। অনেক বাংলাদেশি উ সু চর্চা করতে পছন্দ করেন। ঢাকার অদূরে সাভারস্থ বিকেএসপিসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উ সু শিক্ষা দেওয়া হয়।


তৌহিদ ভাই, আমি বাংলাদেশে থাকার সময় দেখেছি অনেকে উ সু শিখতে আগ্রহী। বাংলাদেশে উ সু শিক্ষক রয়েছেন, তবে চীনা উ সু শিক্ষক নেই। এজন্য আমাদের কনফুসিয়াস ক্লাসরুম চীন থেকে একজন উ সু শিক্ষককে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিল। তখন থেকে কনফুসিয়াস ক্লাসরুমে স্থায়ীভাবে একটি উ সু কোর্স চালু হয়। 


এ ছাড়া, আমরা বিকেএসপিসহ বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করেছি। আমরা আমাদের উ সু শিক্ষক সেখানে তাদেরকে সমর্থন দিয়েছি। আমরা নিজেরাও উ সু নিয়ে একাধিক কার্যক্রম আয়োজন করেছি। ২০১৭ সালে আমাদের কনফুসিয়াস ক্লাসরুম ও বাংলাদেশ উ সু সংস্থা একযোগে ঢাকায় প্রথমবার চীন-বাংলাদেশ ‘অ্যাম্বাসেডর কাপ’ উ সু প্রতিযোগিতার উদ্যোগ নেয়। আশা করি, সবাই উ সু চর্চা করার আনন্দ পাবেন এবং শরীরচর্চায় অংশগ্রহণ করবেন।


আরেকটি কথা আমি বলতে চাই, উ সু বা শরীরচর্চার অনেক কৌশল আপনারা সহজে অনলাইনে বিনামূল্যে শিখতে পারবেন।