আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন প্রফেসর ডক্টর মোঃ মাসুম হায়দার। তিনি ২০০৭ সালে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি লাভ করেন; ২০১৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি চীনের চ্যচিয়াং বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল ফেলো ছিলেন। ২০১১ সালে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি সেখানে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে কিছুদিন তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন। চীনে অবস্থানকালের অভিজ্ঞতা ও কোভিড মোকাবিলায় চীনাদের পদক্ষেপ ও সফলতা নিয়ে সে সময় বাংলাদেশের অন্যতম প্রধান পত্রিকা 'দৈনিক প্রথম আলো'তে তার লেখা প্রকাশিত হয়। তিনি বিশ্বাস করেন চীন বাংলাদেশের নিকটতম বন্ধু রাষ্ট্র এবং তিনি চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রাখতে আগ্রহী।