উ চিয়ান হাও বা ভ্যানিস উ ১৯৭৮ সালের ৭ অগাস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান্তা মনিকা শহরে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন চীনা ভাষার পপসঙ্গীতের একজন গায়ক, অভিনেতা এবং প্রতিমা গ্রুপ এফ-৪’র সদস্য।
২০০১ সালে তিনি তাইওয়ানের একটি টিভি নাটকে অভিনয় করার কারণ জনপ্রিয়তা পান। তিনি নাটকের অন্য তিনজন অভিনেতার সঙ্গে এফ-৪ নামক গ্রুপ প্রতিষ্ঠা করেন। টিভি নাটকের থিম সং তাদের প্রতিনিধিত্বকারী শিল্প-কর্মে পরিণত হয়।
২০০২ সালে তিনি প্রথম একক অ্যালবাম “শরীর গাইবে” প্রকাশ করেন। একই বছর তিনি সিঙ্গাপুরে গিয়ে অটোগ্রাফ সেশনের আয়োজন করে ১০ হাজারের বেশি অনুরাগীদের সারিবদ্ধ হতে আকর্ষণ করেন। ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত এফ-৪ চীনের মূল-ভূভাগ, হংকং, তাইওয়ান, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিদেশে ১৯টি বিশ্ব ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। সঙ্গীতানুষ্ঠানের গড় দর্শক ৩০ হাজার ছিল।
“সে লা ভি” হলো ২০১১ সালের জুলাই মাসে ভ্যানিস প্রকাশিত একটি অ্যালবাম। এতে মোট ১২টি গান অন্তর্ভুক্ত হয়। অ্যালবাম দিয়ে তিনি ১৬তম চায়না মিউজিক অ্যাওয়ার্ডসে হংকং ও তাইওয়ানের “সেরা ক্রসওভার গায়ক” পুরস্কার জিতেন। অ্যালবাম তৈরি করতে তাঁর ৩ বছর সময় লেগেছে। তিনি নিজেই অ্যালবামের পরিচালক হন। প্রধান গান ‘ইজ দিস অল’ আরেকটি জনপ্রিয় গান ‘ওয়ান রিপাবলিক’-এর প্রধান গায়ক রায়ান টেডারের সৃষ্টি। এছাড়া, বেইজিং অর্কেস্ট্রা গানের জন্য সাউন্ডট্র্যাক বাজায়।
২০১৩ সালের জুন মাসে ভ্যানিস “ভিন্ন মানুষ” নামক অ্যালবাম প্রকাশ করেন। এতে মোট ১২টি গান অন্তর্ভুক্ত হয়। একই বছরের নভেম্বরে অ্যালবামটি ১১তম ট্রিপড পুরস্কারে সেরা চীনা ভাষার অ্যালবাম পুরস্কার জিতে। পুরো অ্যালবামের সৃষ্টি “ভালোবাসা” নিয়ে। ভ্যানিস বলেছিলেন, অ্যালবামটি অনুরাগীদের সার্বিক ভালোবাসা দিয়ে ইতিবাচক চিন্তা ধারা সকল শ্রোতাদের কাছে হস্তান্তর করবে। অ্যালবামের শিরোনাম ও প্রধান গান “ভিন্ন মানুষ”-এ গভীর ডাব-স্টেপ ছন্দের নাচ সঙ্গীত। গানের নাম ও লিরিক্স থেকে ভ্যানিসের ধীরে ধীরে পরিপক্ব রূপান্তর হবার আমেজ অনুভব করা যায়।
“আমি ছাড়া কাকে ভালোবাসিতে পারো” ভ্যানিসের গাওয়া একটি গান। গানটি তাঁর ২০১৭ সালের ১০ মার্চ প্রকাশিত “সিলেক্টেড ভ্যানিস বেস্ট” অ্যালবাম থেকে নেয়া।
“আমার রাজ্য” হলো ভ্যানিস প্রথম একক অ্যালবাম প্রকাশের ৫ বছর পর ২০০৭ সালে প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম “ভি.ডাব”-এর প্রধান গান। আর “পরের প্রেমের গান” গানটি তাঁর ২০১৬ সালের ডিসেম্বরে প্রকাশিত একটি গান।
(প্রেমা/এনাম)