আপন আলোয়-৮৬
2022-09-16 18:59:55

 

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে অতিথি আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও নির্দেশক কাজী মাহতাব সুমন

 

 

 

 

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য

খুনশানে লণ্ঠন মেলা

মধ্য শরৎ উৎসবের একটি বড় অংশ হলো লণ্ঠন। নানা রকম লণ্ঠন জ্বালানো হয় এই উৎসবে। পূ্র্ব চীনের চিয়াংসু প্রদেশের খুনশান সিটিতে গত সপ্তাহে অনুষ্ঠিত হয় লণ্ঠণ মেলা। এই মেলার থিম ছিল চীনের তাইওয়ানের সঙ্গে মূলভূখণ্ডের সাংস্কৃতিক বিনিময়কে বাড়ানো।   

এই শহরে প্রায় দেড় লাখ তাইওয়ানের মানুষ বাস করেন। খুনশানে গত তিন দশকে তাইওয়ানের প্রায় ৬ হাজারের মতো প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। লণ্ঠন অনুষ্ঠানে প্রতি বছর তাইওয়ানের অনেক মানুষ অংশ নেন।

মধ্য শরৎ উৎসব পরিবারের সঙ্গে পুনর্মিলনের উৎসব। হাজার হাজার বছর ধরে চীনের মানুষ এ সময় পরিবারের কাছে ফিরে আসে। লণ্ঠন মেলা বিভিন্ন ঐতিহ্যবাহী মোটিফের আকারে লণ্ঠন প্রদর্শনী করছে।

মেলায় পূর্ণ চাঁদের আকারে রয়েছে লণ্ঠন। নদীতে ভাসছে আলোকিত নৌকা। মধ্য শরৎ উৎসবের নানা আয়োজনের মধ্য দিয়ে মানুষ অনুভব করছে পরিবারের কাছে ফিরে আসার আনন্দ। এমনকি দূরে আছেন যারা তারাও মনে মনে অনুভব করছেন প্রিয়জনদের কথা।

 

অন্তরঙ্গ আলাপন

প্রান্তিক অঞ্চলে একটি আবৃত্তি একাডেমি প্রতিষ্ঠার স্বপ্ন দেখি: কাজী মাহতাব সুমন

আপন আলোয়- ৮৬তম পর্বের অতিথি আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও নির্দেশক কাজী মাহতাব সুমন

এক.

কুমিল্লার একটা বিরাট সাংস্কৃতিক ঐতিহ্য আছে। বৃহত্তর কুমিল্লা জনপদে বাংলা সংগীতের একজন কিংবদন্তী শচীন দেব বর্মণ- শচীন কর্তার জন্ম। বৃহত্তর কুমিল্লার নবীনগরে- ব্রাহ্মণাবাড়ীয়ায় পড়েছে এখন- সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আয়েত আলী খাঁ- এদের চর্চার ধারাবাহিকতায় এ জনপদের সংস্কৃতি চর্চা যে জায়গায় যাওয়ার কথা ছিল- আমি মনে করি এখন ওই জায়গায় নেই।

তবে সার্বিকভাবে কুমিল্লায় সাংগঠনিক চর্চার অবস্থা খুব ভালো। ৩০ বছর আগে আমরা শুরু করেছিলাম আবৃত্তি সংসদ। তারই ধারাবাহিকতায় এখন ১৪টি আবৃত্তি সংগঠন কুমিল্লায় নিয়মিত কাজ করছে। কুমিল্লায় নজরুল ইনস্টিটিউটের শাখা আছে। সেখানে নিয়মিত চর্চা হয়। পাশাপাশি নাটক থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোতে ধারাবিহক চর্চা হচ্ছে। বিশেষ করে কুমিল্লায় নতুন প্রজন্মের মধ্যে, শিশু-কিশোরদের মধ্যে সাংস্কৃতিক চর্চাটা ব্যাপকভাবেই হচ্ছে।

দুই.

৯২তে সাংগঠনিক চর্চা শুরুর পরপরই আমি চলে যাই উপজেলায়- এখনকার চাঁদপুর জেলার একটা উপজেলা মতলবে। সেখানে দুটি সংগঠন হয়- সনক ও কবিতাঙ্গন। দুটোর শুরু থেকেই আমি আছি। এখন চাঁদপুরের আবৃত্তি নিয়ন্ত্রণ করে ওই দুটি আবৃত্তি সংগঠন।

 

ছবি: আপন আলোয় অনুষ্ঠানে মাহমুদ হাশিমের মুখোমুখি আবৃত্তিজন কাজী মাহতাব সুমন

২০০৪ সালে ব্রাহ্মণবাড়ীয়ায় শুরু হয় তিতাস আবৃত্তি সংগঠন। এটারও শুরু থেকে আমি ছিলাম। এ সংগঠনটি এখন শুধু আবৃত্তি নয়, ব্রহ্মণবাড়ীয়ার পুরো সংস্কৃতিকে নেতৃত্ব দিচ্ছে। সিলেটের উর্বশী আবৃত্তি পরিষদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মাভৈঃ, নোয়াখালী আবৃত্তি একাডেমী- এ সবগুলো সঙ্গেই শুরু থেকেই আমি রয়েছি।

এগুলো করতে গিয়ে দেখলাম প্রান্তিক অঞ্চলের মানুষের মধ্যে যে আকাঙ্খা থাকে; বড় হওয়ার, বিকশিত হওয়ার, যে তাগিদ থাকে; স্পিরিট থাকে সে জায়গাটাকে ধরতে পারলে, সেখানে যদি নার্সিং করা হয় চারাগাছের মতো- সেটা খুব দ্রুত ফলে-ফসলে পরিপূর্ণ হয়। এটা ভালো লাগে আমার।

তিন.

আমার একটা স্বপ্ন আছে। আমি যতটুকু জেনেছি, শিখেছি, জীবনের কাছ থেকে যতটুকু বুঝেছি, যতদিন বেঁচে আছি সেই অভিজ্ঞতাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রান্তিক অঞ্চলে একটা সুন্দর আবৃত্তি একাডেমি তৈরি করতে চাই। যেটা প্রাতিষ্ঠানিকভাবে তিন বছর, ৫ বছর মেয়াদি আবৃত্তি কোর্স পরিচালনা করবে। যেটা একটা আবাসিক প্রতিষ্ঠান হবে- যেখানে নানা জায়গার মানুষরা-অভিজ্ঞরা যুক্ত হয়ে কাজ করবেন। পেশাদার-প্রফেশনাল একটা আবৃত্তি ইনস্টিটিউট করা আমার স্বপ্ন! যার মধ্যে দিয়ে আবৃত্তিশিল্পের চর্চাটি স্থায়ী একটা জায়গার যাবে।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বৃহত্তর কুমিল্লা অঞ্চলে আবৃত্তি তথা সাংস্কৃতিক চর্চার বিষয়ে বলেছেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও নির্দেশক কাজী মাহতাব সুমন। জানালেন আবৃত্তির প্রসারে প্রান্তিক অঞ্চলে একটি পেশাদার আবৃত্তি একাডেমি প্রতিষ্ঠার স্বপ্নের কথা।

 

সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম

প্রতিবেদন: শান্তা মারিয়া।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।