‘২৫ বছর বয়সের সময়’
2022-09-16 19:58:37

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সু হুয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ছেন সু হুয়া, ১৯৫৮ সালের ১৪ মে চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের পপ সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী। ১৯৭৩ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘ভালোবাসার সূর্য’ প্রকাশিত হয়, এর মাধ্যমে তিনি সংগীত-মহলে যোগ দেন।

 

১৯৮৯ সালে ছেন সু হুয়া রক রেকর্ডসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে কোম্পানির একজন শিল্পী হন। একই বছর তাঁর অ্যালবাম ‘তোমাকে বলি, তোমায় শুনি’ তাইওয়ানে দশ লাখ কপি বিক্রি হয়েছিল। এই অ্যালবামের অন্যতম একটি গান ‘স্বপ্ন থেকে জেগে ওঠার মুহূর্ত’ জনপ্রিয় হয় এবং তিনিও বিখ্যাত হন।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন সু হুয়া’র কণ্ঠে ‘২৫ বছর বয়সের সময়’ নামের গানটি। গানের কথায় বলা হয়, মধ্য রাতে জেগে উঠেছি, কিছুটা ঠান্ডা, কিছুটা অপরিচিত অনুভূতি। এই জায়গা নিশ্চয় বাসা থেকে অনেক দূর। সেই বছর আমার বয়স ছিল ২৫ বছর। বাসা থেকে হাজার মাইল দূরে। সুন্দর স্বপ্ন পূরণ করতে কত আগ্রহী। তুমি আমার মনের দুঃখ দেখতে পারো না। তবে, তুমি নিশ্চয় আমার মুখ থেকে যৌবনের হারিয়ে যাওয়া বুঝতে পারো।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন সু হুয়া’র গান ‘ফিরে যাওয়ার যাত্রা’। গানের কথাগুলো এমন: জীবনের সমুদ্রে ভেসে আছি। আমার নৌকা এক সময় পথ হারিয়ে যায়। কত সময়ে, আমি চিন্তা করতে চাই, আবার ভালোবাসা খুঁজতে পারি। আবার যাত্রা করি। আর সময় নষ্ট করবো না, আবার রওনা হই, বাবা মা’র কাছে ফিরে যাই।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন সু হুয়া’র কণ্ঠে ‘প্রথম প্রেমের হৃদয়’। গানের কথায় বলা হয়, আমি তোমাকে দেখতে আসি। আমি ঠিক এখানে আছি। আশা করি তোমাকে নিয়ে আসব, কিছু আকস্মিক খুশি। এই পথে আমরা এগিয়ে যাই। প্রেমের নদীতে এগিয়ে যাই। আমি এখানে এসে তোমাকে দেখতে পারি। আশা করি তুমি বুঝতে পারবে, এটাই হল প্রথম প্রেমের অনুভূতি।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে শোনাতে চাই ছেন সু হুয়া’র আরেকটি সুন্দর গান, গানের নাম ‘তোমার পথ’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সু হুয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)