চীনের গ্রামবাসীদের নিরাপদ পানীয় জলের ব্যবস্থা
2022-09-16 20:00:47

চীনে এমন একটি কথা প্রচলিত আছে: জনগণের কাছে খাদ্য আকাশের মত বড় ব্যাপার। আর খাদ্যের মধ্যে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ। চীন ঘোষণা করেছে যে, সব গ্রামবাসীকে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে পানীয় জলের সমস্যা থাকলে সচ্ছল সমাজ গঠন করা যায় না।

গত দশ বছরে চীনে ব্যাপকভাবে চালু হয়েছে গ্রামের পানীয় জলের নিরাপত্তা প্রকল্প। পাহাড় অতিক্রম করে দীর্ঘ পানির পাইপগুলো গ্রামীণ চীনাদের নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করেছে। আজকের অনুষ্ঠানে আমরা দেখবো, চীনের গ্রামবাসীরা কীভাবে নিরাপদ পানীয় জল পেলো।

 

এখন পাহাড়ি এলাকার জনগণের কাছে পরিচ্ছন্ন ও নিরাপদ পানীয় জল কোনো সমস্যা নয়।

উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে উত্তর-পশ্চিম চীনের কান সু প্রদেশের তুং সিয়াং জেলা। গত দশ বছরে সেখানে ৮টি পানির কারখানা এবং ৬০৩টি পানির ট্যাঙ্ক তৈরি হয়েছে।

ভৌগোলিক তথ্য সিস্টেমের মাধ্যমে আমরা এই ঐতিহাসিক পানি সরবরাহ প্রকল্প পর্যালোচনা করতে পারি। যে কোনো একটি পানির পাইপ বাছাই করে আমরা দেখতে পারি, এই পাইপ স্থাপনের পথে বিভিন্ন জটিল ভৌগোলিক অবস্থা ছিল, খাদ, খাড়া উঁচু পাহাড়, জলাভূমি ইত্যাদি। তবে, অবশেষে পানির পাইন পুরো তুংসিয়াং জেলায় পৌঁছে যায়। পানির পাইপগুলোর মোট দৈর্ঘ্য ৭,২০০ কিলোমিটারেরও বেশি। এখন বিশুদ্ধ পানি ৩ লাখেরও বেশি গ্রামবাসীর বাসায় পৌঁছে গেছে। আগে গ্রামবাসীরা গাধার পিঠে পানি বহন করত, ট্যাঙ্কে পানি মজুত করত। এখন সেই অবস্থা আর নেই। পুরো গ্রামে পানি সরবরাহের কারণে আকাশ-পাতাল পরিবর্তন ঘটেছে।

 

কান সু প্রদেশের তুং সিয়াং জেলার বু লেং গৌ গ্রামের বাসিন্দা মা আ লি বু বলেন,

এটি ছিল আগে আমাদের পানির ট্যাঙ্ক। বৃষ্টি হলে পানি ধরে রাখা হতো। তবে, সাশ্রয়ী পদ্ধতিতে পান করতে হতো। এখন অবস্থা একদম ভিন্ন। আমাদের বিশুদ্ধ পানির পাইপ-লাইন আছে। আর স্কুল ও পাহাড়ের ফল বাগান—সবই পানি সরবরাহের মাধ্যমে সম্ভব হয়েছে।

কান সু প্রদেশের কু ইউয়ান পাহাড়ি এলাকায়, স্থানীয় জিং ইউয়ান জেলার জলাধার থেকে শুরু করে যথাক্রমে ৬টি পাম্পের মাধ্যমে পানিকে ৬শ’ মিটার উঁচু করা হয়েছে। যা প্রায় ২শ’ তলা ভবনের সমান। এর ফলে ২৩০ কিলোমিটার দূরের একটি ৭শ’জনের ছোট গ্রামের সবাই সবসময় পাইপ পানি পান করতে পারে।

গ্রামের এমন পানি সরবরাহ প্রকল্প এখন চীনে ৫ লাখেরও বেশি। যখন আমরা এক এক করে ম্যাপে তাদের অবস্থান চিহ্নিত করি, তখন চোখের সামনে একটি নীল সমুদ্র দেখা যায়। আর এই ম্যাপ এবং চীনের জনসংখ্যার ম্যাপের অবস্থা প্রায় একই রকম। দশ বছরে গ্রামে পানির পাইপ সরবরাহের হার ১৯ শতাংশ বেড়েছে। শুধু ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৯৭.৫ লাখ মানুষের পানির ফ্লোরিনের মান কিছুটা বেশি ছিল। সেই সমস্যারও সমাধান হয়েছে। ১২ লাখ মানুষ তিক্ত পানি পান করা থেকে মুক্তি পেয়েছে।

 

হ্য পেই প্রদেশের জিং জেলার খু সুই ইং গ্রামের বাসিন্দা লিউ জি লিয়াং বলেন,

আমাদের গ্রামের নাম ‘খু সুই ইং’। মানে তিক্ত পানির গ্রাম। আগে কুয়া থেকে নেওয়া পানিতে অতিরিক্ত ফ্লোরিন থাকত। তা পান করে মানুষের দাঁত হলুদ হয়ে যেত। আমরা গ্রামের বাইরে বের হয়ে হাসলেই সবাই বুঝতে পারত যে আমরা খু সুই ইং গ্রামের মানুষ! এখন আমরা দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে স্থানান্তর করা পানি পান করছি। শিশুদের দাঁত এখন সাদা থাকে। আগের তিক্ত পানির গ্রাম, এখন মিষ্টি পানির গ্রামে পরিণত হয়েছে।

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বার বার গ্রামের নিরাপদ পানীয় জলের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, গ্রামবাসীদের মৌলিক চিকিৎসা, বাসস্থান এবং পানীয় জল নিরাপত্তার সমস্যাকে সমাধান করতে হয়। যাতে গ্রামবাসীরা সব চীনাদের নিয়ে সচ্ছল সমাজে প্রবেশ করতে পারে।

পানি সরবরাহ সমস্যা সমাধানের মাধ্যমে লোকজনকে ধনী করা যায়। চীনের দারিদ্র্যবিমোচন তথ্য ব্যবস্থায় গত দশ বছরে পানির কারণে দরিদ্র হওয়া পরিবারের তথ্য বিশ্লেষণ করলে বোঝা যায়, তাদের দারিদ্র্যমুক্ত হওয়ার পদ্ধতিতে ‘নিরাপদ পানীয় জলের সমস্যা সমাধান’ এবং বৈশিষ্ট্যময় চাষাবাদ ও পশু পালন শিল্প’ সবসময় একসঙ্গে থাকে।

চীন উত্থাপন করেছে যে, গ্রামবাসীদের নিরাপদ পানীয় জলের সমস্যা সমাধান করতে হবে। দশ বছরের মধ্যে চীনের দরিদ্র মানুষের পানীয় জলের সমস্যা সার্বিকভাবে সমাধান করেছে। এখন চীনের গ্রামে পাইপে পানি সরবরাহের হার ৮৪ শতাংশ। কোটি কোটি কৃষকের কাছে বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহের সঙ্গে সঙ্গে গ্রামীণ পুনরুদ্ধারও সম্ভব হয়েছে।