শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়নে সি চিন পিং-এর প্রস্তাব
2022-09-16 18:27:50

সেপ্টেম্বর ১৬: আজ (শুক্রবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সমরকন্দের আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শাংহাই সহযোগিতা সংস্থার ২২তম সম্মেলনের ছোট আকারের আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন।

ভাষণে জনাব সি চিন পিং পালাক্রমিক চেয়ারম্যান দেশ হিসেবে উজবেকিস্তানের সক্রিয় চেষ্টা ও গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেছেন।

ভাষণে তিনি বলেন, শাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময়ে, সবসময় ‘শাংহাই চেতনা’ অনুযায়ী নতুন আন্তর্জাতিক সংস্থা উন্নয়নের পথ উন্মোচিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে ঐক্য ও বিচ্ছিন্নতাবাদ, সহযোগিতা ও বৈরিতার সমস্যা রয়েছে। যা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও আঞ্চলিক উন্নয়নে সহায়ক নয়। এই পরিস্থিতিতে সবার উচিত বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো, অব্যাহতভাবে সদস্য দেশের উন্নয়নে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা।

 

তিনি কিছু প্রস্তাব দেন। প্রথমত, ‘শাংহাই চেতনায়’ অবিচল থেকে ঐক্য ও সহযোগিতা মজবুত করতে হবে। পরস্পরের কেন্দ্রীয় স্বার্থ সংশ্লিষ্ট ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সমর্থন জোরদার করতে হবে।

দ্বিতীয়ত, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে হবে। অভিন্ন, বহুমুখী, সহযোগিতা ও টেকসই নিরাপত্তা চেতনায় যৌথভাবে অঞ্চলের দীর্ঘস্থায়ী নিরাপত্তা বাস্তবায়নের চেষ্টা করতে হবে।

তৃতীয়ত, সহযোগিতা ও উন্নয়ন বাড়াতে হবে। অবাধ  বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের সুবিধা এগিয়ে নিতে হবে। শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা রক্ষা করতে হবে।

চতুর্থত, সংস্থার সদস্য সম্প্রসারণ প্রক্রিয়া জোরদার করতে হবে। সংস্থার ব্যবস্থাগত নির্মাণ সুসংহত করতে হবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীনের কমিউনিস্ট পার্টি বিংশতম জাতীয় কংগ্রেস আয়োজন করবে। চীন সবসময় শান্তিপূর্ণ উন্নয়ন, উন্মুক্ত উন্নয়ন, সহযোগিতামূলক উন্নয়ন এবং অভিন্ন উন্নয়নে অবিচল থাকবে। চীন নিজের উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর উন্নয়নে সাহায্য করতে ইচ্ছুক।

(শুয়েই/তৌহিদ/আকাশ)