বিশ্বমানের চিকিৎসাসেবায় সুপার স্পেশালাইজড হাসপাতাল
2022-09-16 19:06:16

দেশে অত্যাধুনিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশের রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। কর্তৃপক্ষ বলছে, দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত অত্যাধুনিক এই হাসপাতালে পাওয়া যাবে রোগীবান্ধব নানান সুবিধা।

এ হাসপাতালের বিশেষত্ব হলো এতে থাকবে ১০০ শয্যার আইসিইউ। জরুরি চিকিৎসার জন্য থাকবে আরও ১০০টি শয্যা। সব মিলিয়ে বেড থাকবে ৭৫০টি। হাসপাতালে নয়টি ফ্লোর এবং তিনটি বেজমেন্ট ফ্লোর থাকবে।

বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেছেন, “হাসপাতালের জরুরী বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং এটি হবে সবার জন্য উন্মুক্ত। তবে এই জরুরী বিভাগ চালু হতে এক মাসের মতো সময় লাগবে। আর পূর্ণাঙ্গ সেবা চালু হতে সময় লাগবে তিন মাস।"

শারফুদ্দিন আহমেদ বলেন, হাসপাতালের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি এই হাসপাতালে থাকবেন বিদেশি চিকিৎসকরাও। মূলত রোগীরা এখানে একই ছাদের নিচে সবরকম চিকিৎসা সুবিধা পাবেন। এজন্যই একে বলা হচ্ছে সুপার স্পেশালাইজড হসপিটাল।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ

চিকিৎসকদের জন্য পৃথক ক্যাফেটেরিয়া ছাড়াও থাকবে তিনটি ক্যাফেটেরিয়া যেটা ব্যবহার করতে পারবেন রোগী এবং তার আত্মীয়রা। রোগী ভর্তি, চিকিৎসা, তথ্য সংরক্ষণসহ সব কিছুতেই আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শুধু উন্নত অবকাঠামোই ব্যবহার করা হচ্ছে না বরং এখানকার চিকিৎসকদের জন্য উন্নত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে। তাই হাসপাতালটি চালু হলে বাংলাদেশেই পাওয়া যাবে বিশ্বমানের চিকিৎসা সেবা। - অভি/রহমান