সমরখন্দে সি-আলিয়েভ বৈঠক
2022-09-16 10:09:04

সেপ্টেম্বর ১৬: গতকাল (বৃহস্পতিবার) বিকেলে উজবেকিস্তানের সমরখন্দে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম হায়দার ওগ্লু আলিয়েভ এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এক বৈঠক করেছেন।

 

বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, চলতি বছর চীন ও আজারবাইজানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০তম বার্ষিকী। পারস্পরিক কল্যাণের সহযোগিতা গভীরতর হওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন খাতে সহযোগিতা আরও স্থিতিশীল ও শক্তিশালী হবে।

 

তিনি জোর দিয়ে বলন যে চলমান আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও ব্যাপক পরিবর্তনশীল। তাই আন্তর্জাতিক সমাজের ঐক্যবদ্ধ ও সহযোগিতার প্রয়োজন। চীন ও আজারবাইজানের উচিত বাণিজ্যিক বিনিময় সম্প্রসারণ করা, বাণিজ্যিক কাঠামো উন্নত করা, চীন ও ইউরোপের মাল-পরিবহন ট্রেনের সংখ্যা বাড়ানো এবং জনগণের আদান-প্রদান জোরদার করা।

 

তিনি বলেন, শাংহাই সহযোগিতা সংস্থার সাথে আজারবাইজানের সহযোগিতাকে সমর্থন করে চীন, যাতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

 

প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০তম বার্ষিকীকে কাজে লাগিয়ে চীনের সাথে বিভিন্ন খাতে বাস্তব সহযোগিতা জোরদার করবে তাঁর দেশ। দৃঢ়ভাবে একচীন নীতি সমর্থন করার পাশাপাশি চীনকে বিচ্ছিন্ন করার যে কোনো আচরণের প্রতিবাদ জানাবে। চীনের সাথে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের বাস্তবায়নে চেষ্টা করবে আজারবাইজান। (সুবর্ণা/এনাম/রুবি)