‘আমাদের গল্প’
2022-09-15 14:32:28



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হু ইয়াং লিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

হু ইয়াং লিন, চীনের হু পেই প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী। ২০০৫ সালে ‘বিষাক্ত পার্ফিউম’ গানটি গেয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।

 

হু ইয়াং লিনের প্রতিনিধিত্বকারী গানের মধ্যে রয়েছে ‘আমাদের গল্প’ ‘পছন্দ’, ‘সুখের সঙ্গে সম্পর্কিত সব কিছু’ ইত্যাদি। ২০১২ সালে তিনি চীনের ‘কৃষি ও শস্য গ্রামের’ জন্য তৈরি প্রথম চলচ্চিত্র ‘কৃষি ও শস্যের ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ২০১৯ সালের ১৬ জুলাই তাঁর গান ‘যদি বিয়ে করা না যায়’ মুক্তি পায়।

 

বন্ধুরা, এখন শুনুন হু ইয়াং লিনের গান ‘প্রেমের অশ্রু’। গানের কথায় বলা হয়, কে সারা রাতে ফিরে না আসে। কে আমার মন ভেঙে দেয়। ভুল ও ও সঠিক, এখন আর বোঝা যায় না। স্বপ্ন ধোঁয়ায় পরিণত হয়। সে প্রেমের অশ্রু, সারা বিশ্বের শঠতা ভেঙে দিয়েছে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হু ইয়াং লিনের গান ‘দশ হাজার বারের শক্তি’। গানের কথাগুলো এমন: যা সময় অতিক্রম করে তোমাকে উদ্ধারের দশ হাজার চেষ্টার শক্তি। যেন একটি দেয়াল, এক শহরে বিচ্ছিন্ন হয়েছে। আবার বৃষ্টি পরের রংধনু দেখেছি। তখন তোমার হাসিমুখ মনে পড়ে। সামনে পথের ভয় পাও না। ধাপে ধাপে সত্য প্রেমের কাছে পৌঁছে যায়।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এবারে শুনুন হু ইয়াং লিনের কণ্ঠে ‘সুখের সঙ্গে সম্পর্কিত’ গানটি। গানের কথাগুলো এমন: মেঘাচ্ছন্ন দিনে, তোমাকে মিস করি। স্মৃতির দরজায় টোকা দেই। আমি যে ব্যথা লুকিয়ে রাখতে চাই, তা কেন এত তীব্র হয়ে ওঠে! আমরা পরস্পরের ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি দিয়েছি। তবে যখন তুমি আমার হাত ছেড়ে দাও, সবই গতকালে থেকে যায়।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন হু ইয়াং লিনের গান ‘সারা জীবনে শুধু একজনকে ভালোবাসি’। গানের কথায় বলা হয়, তোমার পিছে যেন ছায়ার মত আমি। সেই প্রেমের গান গেয়ে নিজেকে খুশি করি। সারা জীবনে শুধু একজনকে ভালোবাসতে পারি। তোমার আসনে আমি বসে আছি। আমি অন্যের মতামতকে গুরুত্ব দেই না।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হু ইয়াং লিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)