সংগীত দল জেএস
2022-09-15 10:00:04

 

আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন জনপ্রিয় সংগীত দলের আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, দলটির নাম জেএস (JS)। তারা উচ্চ মানের গান রচনার দক্ষতা ও সুন্দর প্রেমের গান তৈরির জন্য বিখ্যাত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন তাদের একটি সুন্দর গান ‘ভেনিসে পথ হারিয়েছি’।গান ১

 

সংগীত দল জেএস দুই ভাইবোন ছেন চোং ই ও ছেন ছি সিউয়ান গঠন করেন। ১৯৯৯ সালে তারা তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। পরে তারা সংগীত কোম্পানিতে যোগ দিয়ে পেশাদার গায়ক হন। একই বছর তারা প্রথম অ্যালবাম ‘Say Forever’ প্রকাশ করে। অ্যালবামের সব গানগুলো তাদের নিজেদের রচনা। এর প্রধান গান ‘Say Forever’ এখনও বেশ জনপ্রিয়।  বন্ধুরা, এখন জেএসের এই সুন্দর গান ‘Say Forever’ শুনুন।গান ২

 

জেএসের প্রথম অ্যালবাম উচ্চ প্রশংসা পায়, মানুষরা তাদের নতুন গানের জন্য অপেক্ষা করে। তবে সংগীত কোম্পানির জন্য জেএসের নতুন অ্যালবাম মুক্তি পেতে অনেক দেরি হয়। এ সময় তারা গান গাওয়ার পাশাপাশি শিক্ষক, সম্পাদক, ছবি তোলাসহ বিভিন্ন কাজ করেন। ২০০৪ সালে জেএস নতুন সংগীতে যোগ করে অবশেষে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘ভবিষ্যত দেখা’ প্রকাশ করেন।  অ্যালবামটি দ্রুত বেশ জনপ্রিয় হয়ে ওঠে।  বিশেষ করে এর মধ্যে গান ‘শা ফো লাং’।  গানে বলা হয়েছে প্রাচীন সেনার অস্থির জীবন ও দৃঢ় মন।  জেএসের শক্তিশালী ও আবেগপূর্ণ কণ্ঠে গানটি বেশ আকর্ষণীয় শোনায়। এই গানের মাধ্যমে সবাই জেএসের নাম জানতে পারে। পরে এটা তাদের প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। বন্ধুরা, এখন শুনুন জেএসের জনপ্রিয় গান ‘শা ফো লাং’।গান ৩

 

সংগীতদল জেএসের ভাই ছেন চোং ই গান রচনা করেছেন, বোন ছেন ছি সিউয়ান গান গায়। ভাই ও বোনের সহযোগিতা বেশ নিখুঁত। ছেন ছি সিউয়ান সবসময় ছেন চোং ই’র রচিত গানের অর্থ ও আবেগ বুঝতে পারে এবং সুন্দরভাবে নিজের কণ্ঠের মাধ্যমে শ্রোতাদেরকে পৌঁছে দেয়। অনেক সময়ে তাদের গান যেন একজন দূরে থাকা বন্ধু, গানের মাধ্যমে জিজ্ঞেস করে, তোমার জীবন কেমন চলছে। বন্ধুরা, এখন আমরা শুনবো জেএসের এমন একটি সুন্দর গান ‘বর্তমানের আমরা’।গান ৪

 

২০০৬ সালে জেএস সংগীত কোম্পানি ছেড়ে নিজের সংগীত স্টুডিও প্রতিষ্ঠা করে। এরপর ভাই ছেন চোং ই প্রযোজকের কাজ শুরু করেন। নিজ গান রচনা ও গান গাওয়ার পাশাপাশি তারা অন্যান্য অনেক গায়ক গায়িকার জন্য গান রচনা করেন। বন্ধুরা, এখন আমরা শুনবো জেএস গায়ক চাং চি চোংয়ের রচিত একটি সুন্দর গান ‘রাত ৩টা’।গান ৫

 

বন্ধুরা, এবার শুনবো জেএসের বেশ জনপ্রিয় গান ‘তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য’। গানটি ২০০৮ সালে প্রকাশিত অ্যালবামের প্রধান গান। গানে শোনা যায় সুন্দর পিয়ানোর সুর ও কবিতার মত কথা, যা আন্তরিকভাবে প্রিয় মানুষকে মনের ভালোবাসা প্রকাশ করে। গানটি তাইওয়ান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক সংগীত অ্যাওয়ার্ড অর্জন করেছে। বন্ধুরা, এখন জেএসের এই সুন্দর গান ‘তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য’ শুনুন।গান ৬

 

২০১২ সালে শেষ অ্যালবাম প্রকাশের পর সংগীতদল জেএস পারফর্ম্যান্স বাদ দিয়ে মঞ্চের পেছনে কাজ শুরু করেন। আর গান না গাইলেও তারা অব্যাহতভাবে গান রচনা করেন, তাদের গানও সবসময় জনপ্রিয়তা পায়। বন্ধুরা, অনুষ্ঠান শেষে আমরা একসঙ্গে জেএসের আরেকটি সুন্দর গান ‘গ্রীষ্মকাল শেষ হবার আগে’ শুনবো। আশা করি তাদের গানগুলো আপনারা পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।