চীনে গড়ে ওঠেছে সমাজতান্ত্রিক পারিবারিক সভ্যতা
2022-09-13 13:48:20

সেপ্টেম্বর ১৩: পারিবারিক ঐতিহ্য এবং পারিবারিক শিক্ষা হল একটি পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া সেরা উত্তরাধিকার। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং পারিবারিক সভ্যতার নির্মাণকে অত্যন্ত গুরুত্ব দেন।

 

তিনি বলেন, ‘পরিবার এবং পারিবারিক শৈলীর প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়ার জন্য সমগ্র সমাজকে উন্নত করা প্রয়োজন, পরিবার ও দেশের প্রতি গভীর অনুভূতি শক্তিশালী করতে এবং দেশ ও সমাজের জন্য উপযোগী প্রতিভা গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকে উত্সাহিত করা প্রয়োজন।’

 

চীনা কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে কমরেড সি চিন পিং-কে কেন্দ্র করে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির বলিষ্ঠ নেতৃত্বে সমাজে সমাজতান্ত্রিক মূল্যবোধের আলোকে পরিবার ও দেশপ্রেমের প্রতি সচেতনভাবে সবার আগ্রহ তৈরি করা হচ্ছে। পরিবার ও দেশকে ভালবাসার ভিত্তিতে ঐক্যবদ্ধ থেকে পারিবারিক স্বপ্নের বাস্তবায়নের মাধ্যমে জাতীয় স্বপ্ন বাস্তবায়ন করা হচ্ছে এবং নতুন যুগে পারিবারিক সভ্যতার নতুন ধারা গড়ে ওঠেছে।

 

চীনা জাতি সবসময় পারিবারিক ঐতিহ্য নির্মাণ এবং পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে সাধারণ সম্পাদক সি চিন পিং চীনা জাতির মহান পুনর্জাগরণ বাস্তবায়নের কৌশলগত উচ্চতায় দাঁড়িয়ে পরিবারে সমাজতান্ত্রিক মূল্যবোধ প্রমোট করছেন। তিনি বলেন, ‘সময় যতই পরিবর্তন হোক না কেন, জীবন যতই বদলে যাক না কেন, আমাদের অবশ্যই পরিবার গঠন, পারিবারিক শিক্ষা এবং পারিবারিক শৈলীতে মনোযোগ দিতে হবে।’

 

পরিবারের ভবিষ্যৎ এবং ভাগ্য দেশ ও জাতির ভবিষ্যৎ ও ভাগ্যের সাথে নিবিড়ভাবে জড়িত। তাই প্রেসিডেন্ট সি বলেন, ‘পরিবারগুলো ভালো হলেই কেবল দেশ ভালো হতে পারে, জাতিও ভালো হতে পারে।’

 

পরিবার যখন সৌহার্দ্যপূর্ণ হয়, তখনই সমাজ সম্প্রীতিপূর্ণ হতে পারে; যখন পারিবারিক শৈলী শুদ্ধ হয়, সামাজিক শৈলী হবে ইতিবাচক শক্তিতে পূর্ণ। বিগত দশ বছরে রাষ্ট্র পারিবারিক সভ্যতা নির্মাণ-সংক্রান্ত ধারাবাহিক নীতি জারি করেছে। ‘পারিবারিক শিক্ষার প্রচারে গণপ্রজাতন্ত্রী চীনের আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন হয়েছে এবং পারিবারিক শিক্ষা ও পারিবারিক শৈলীকে শক্তিশালী করার বিষয়ে মতামত, পারিবারিক শিক্ষা কাজের পাঁচ বছরব্যাপী পরিকল্পনা ও অভিভাবকদের পারিবারিক শিক্ষাদানের মৌলিক আচরণগত নিয়মসহ ধারাবাহিক দলিলপত্র প্রণয়ন করেছে চীন। ফলে পারিবারিক শিক্ষাকে ঐতিহ্যগত ‘পারিবারিক বিষয়’ থেকে নতুন যুগে একটি গুরুত্বপূর্ণ ‘রাষ্ট্রীয় বিষয়ে’ উন্নীত হয়েছে।

 

বিভিন্ন জায়গায় স্থাপিত হয়েছে ৪ লাখ ১০ হাজারেরও বেশি শহুরে এবং গ্রামীণ অভিভাবকদের স্কুল এবং হোম এডুকেশন গাইডেন্স সার্ভিস সাইট। আর ৪০ হাজারেরও বেশি হোম এডুকেশন নেটওয়ার্ক ও নতুন মিডিয়া পরিষেবা প্ল্যাটফর্ম গড়ে তুলা হয়েছে। তাদের উপর নির্ভর করে পিতামাতাদের সুবিধাজনক পারিবারিক শিক্ষা সহায়তা পরিষেবা প্রদান। দেশজুড়ে সভ্য পরিবার ও সবচেয়ে সুন্দর পরিবারসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অগণিত সাধারণ পরিবার রোল মডেলের শক্তিতে পরিণত হয়েছে এবং দেশপ্রেমিক, পরিবার-প্রেমিক, একে অপরকে ভালবাসে, ভাল কাজ করে এবং যৌথ নির্মাণ ও সমন্বিত অর্জনের মতো সমাজতান্ত্রিক পারিবারিক সভ্যতার নতুন প্রবণতা সমগ্র সমাজে গড়ে ওঠেছে এবং এটি একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে।

 

চীনের নারী ফেডারেশনের পরিবার ও শিশু কর্ম মন্ত্রণালয়ের উপমন্ত্রী চিন ছিং পিং বলেন, সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে সাধারণ সম্পাদক সি চিন পিং পারিবারিক সভ্যতার নির্মাণকে ঘিরে ধারাবাহিক নতুন চিন্তাধারা, ভাবনা ও দাবি উত্থাপন করেছেন এবং পারিবারিক সভ্যতার নির্মাণকে এগিয়ে নেওয়ার নানা মৌলিক প্রশ্নের উত্তর দিয়েছেন।

 

পারিবারিক শৈলী পরিষ্কার হলে জাতীয় শৈলী শক্তিশালী হবে। সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ গড়ার দ্বিতীয় শতবর্ষী লক্ষ্যের দিকে নতুন যাত্রা শুরু করেছে চীন। সারা দেশের ৪০ কোটি পরিবারের ১৪০ কোটি জনগণ সাধারণ সম্পাদক কমরেড সি-কে ঘিরে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির শক্তিশালী নেতৃত্বে দেশপ্রেমিক ও পরিবারের প্রতি গভীর স্নেহ লালনকারী সমাজ প্রতিষ্ঠা করছে। এর মাধ্যমে উন্নত আত্মার সাথে একটি উন্নত ভবিষ্যৎ সৃষ্টি হচ্ছে।

লিলি/এনাম/রুবি