‘তার কথা মিস করো না’
2022-09-13 18:32:28

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাও চিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

কাও চিন, ১৯৮২ সালের ১১ মে চীনের হেই লুং চিয়াং প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের পপ সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও গীতিকার। তিনি চীনের মূল ভূভাগের প্রভাবশালী অন্যতম গীতিকার।

 

কাও চিন সংগীত মহলে যোগ দেওয়ার পর চার শতাধিক গান রচনা করেছেন। তাঁর প্রতিনিধিত্বকারী গান হলো- আমার ভালো ভাই, ঠিক সময়ে তোমার কাছে এসেছি। এ ছাড়া তাঁর দশ-বারোটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে তিনি বেশ কিছু টিভি সিরিজের জন্য থিম সংও রচনা করেছেন।

 

বন্ধুরা, এখন শুনুন কাও চিনের গান ‘তার কথা মিস করো না’। গানের কথায় বলা হয়, তুমি কার প্রিয় মানুষ, কার জন্য কাঁদো। তুমি বলো, সান্ত্বনার প্রয়োজন নেই। সে কার প্রিয় মানুষ, প্রতিশ্রুতি দিয়েও কোনো লাভ নেই। আচ্ছা, ছেড়ে দাও, তার কথা মিস করো না। এই বিশ্বে তোমাকে ভালোবাসার অনেক মানুষ আছে। আচ্ছা, ছেড়ে দাও, তার কথা মিস করো না।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

বন্ধুরা, এবারে শুনুন কাও চিনের গান ‘আমি ভুল’। গানের কথায় বলা হয়, চুপচাপ থাকা এক ধরনের দুঃখ, প্রেম বালির মত চলে যায়। যদি ভবিষ্যতের জীবন অন্ধকার হয়, তাহলে কীভাবে তোমাকে কাছে রাখবো। ও প্রিয়, আমি ভুল, ও প্রিয়, আর একটি সুযোগ দাও। আমি সেই মুহূর্তের অপেক্ষা করি।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন কাও চিনের গান ‘তুষার পড়া হারবিন শহর’। গানের কথাগুলো এমন: একটি শহরকে ভালোবাসার সবসময় একজন মানুষ আছে। তাকে আমি অনেক মিস করি, অনেক মিস করি। কেন্দ্রীয় রাস্তায় ভীষণ তুষার পড়ে। তোমার মতই সাদা ও সরল। বাতি নেই রাস্তায়, তুষার পড়া হারবিন শহরে হাঁটি। বাতাস ও তুষার কচি মুখে পড়ে। যদি তুমি তুষার পড়া হারবিন দেখতে চাও, তাহলে আমার কোলে চলে আসো।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই আরেকটি সুন্দর গান, গানের নাম ‘পুরুষের গান’। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাও চিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)