সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। কফি হাউসের আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ চীনের মধ্য-শরত দিবস। এ উপলক্ষ্যে সকল বন্ধুদের মধ্য-শরত দিবসের শুভেচ্ছা। আজকের আড্ডায় আমার সঙ্গে যোগ দিচ্ছেন মোঃ আবু শামা। তিনি বর্তমানে বাংলাদেশে একটি চীনা লজিস্টিক্স কম্পানিতে কর্মরত আছেন। তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনের ল্যাঞ্জুয়েজ অ্যান্ড কালচার বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা অধ্যায়ন করেন। চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে তিনি খুব আগ্রহী। চলুন, আলাপ করি জনাব আবু শামার সঙ্গে।