আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সঙ্গে যোগ দিচ্ছেন সফল ব্যবসায়ী শামসুল হক। উনি চীনের একজন পুরানো বন্ধু। ১৯৭৮ সালে তিনি চীনে লেখাপড়া করতে আসেন। তিনি ছিলেন চীনে বাংলাদেশের দ্বিতীয় দফায় অধ্যায়ন করতে আসা ৪ শিক্ষার্থীর একজন। তিনি বেইজিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে খনিজসম্পদ বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে একজন প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পর্যায়ক্রমে চীনের শানতুং প্রদেশের তুং ইং শহরের ‘শেং লি তেলক্ষেত্রে’ ও বেইজিংয়ের এক মার্কিন কোম্পানিতে কাজ করেছেন। ২০০৪ সালে তিনি নিজের আন্তর্জাতিক কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানির প্রধান কাজ বড় আকারের পণ্য ও অবকাঠামো নির্মাণসামগ্রী রপ্তানি করা। সেই সাথে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট প্রকল্পের সঙ্গেও জড়িত আছেন তিনি। তিনি একজন চীনা নারীকে বিয়ে করে চীনেই সুখে জীবনযাপন করছেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।