জনগণের বাসস্থানের নিশ্চয়তা বিধানে চীনা প্রেসিডেন্টের উদ্যোগ
2022-09-09 20:21:13


ক্যাপশন: ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি সি চিন পিং বেইজিংয়ের ছিয়ান মে তোং অঞ্চলের ছাও ছাং সি থিয়াও হু থংয়ের ৩২ নম্বর বাড়িঘরে চীনা শব্দ ‘ফু’ লেখা দরজায় লাগায়ে দেন।

জনসাধারণ যা প্রত্যাশা করে তা-ই হবে রাজনীতির দিকনির্দেশনা। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জনসাধারণের ক্ষুদ্র বিষয়কে পার্টি ও সরকারের বড় কাজ হিসেবে গণ্য করেন। জনসাধারণের বাড়িঘর, খাওয়া-দাওয়াসহ যে সব ক্ষুদ্র বিষয় সি চিন পিং’র মনে পড়ে—তার সবই তিনি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেন।  গত দশ বছরে প্রেসিডেন্ট সি চিন পিং’র নির্দেশনা ও পরিচালনায় জনসাধারণের সে সব বিষয়ের বড় পরিবর্তন ঘটেছে।

 

আজকের হপ্তানামা অনুষ্ঠানে আমরা জনসাধারণের বসবাসের ওপর সি চিন পিং’র গুরুত্বারোপের বিষয়টি তুলে ধরবো।

 

সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জনসাধারণের বসবাসের ওপর গুরুত্বারোপ করে আসছেন। তিনি নানা কমিউনিটি পরিদর্শন করে জনসাধারণের অভিমত গ্রহণ করে তাদের জন্য সুন্দর বাসস্থান গড়ে তুলতে চেষ্টা চালান।

 

গত ১৭ আগস্ট চীনের শেন ইয়াং শহরের হুয়াং কু অঞ্চলের সান থাই চি সড়কের মু তান কমিউনিটি পরিদর্শনের সময় সি চিন পিং বলেন, পুরোনো কমিউনিটি সংস্কার করা জনসাধারণ লাভবান হওয়ার গুরুত্বপূর্ণ কাজ এবং শহর নবায়নের গুরুত্বপূর্ণ বিষয়। সবার উচিত জনসাধারণের জন্য নানা সুবিধা সৃষ্টি করা এবং যথাসাধ্য তাদের বাসস্থানের পরিবেশ, জল ও বিদ্যুৎ সরবরাহসহ নানা ব্যবস্থা উন্নত করা, যাতে তাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটানো এবং তাদের নিরাপত্তা রক্ষা করা যায়।

 

২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বেইজিংয়ের ছিয়ান মে তোং অঞ্চলের ছাও ছাং সি থিয়াও হু থংয়ের পুরোনো অঞ্চলের সংস্কারকাজ সম্পর্কে খোঁজখবর নেওয়ার সময় সি চিন পিং বলেন, সিপিসি’র কেন্দ্রীয় কমিটি পুরোনো অঞ্চল ও খুপরি আবাসের ওপর যত্নশীল। সবার আবাসিক পরিবেশ আরও সুন্দর করে গড়ে তুলতে এবং সকলের যত্নশীল বাস্তব সমস্যা সমাধান করতে চায় কমিটি, যাতে হু থংয়ে বাস করেও আধুনিক জীবন উপভোগ করতে পারে সবাই।

 

প্রতিটি সড়ক ও শহর রক্ষা করলেই কেবল জনসাধারণের সুন্দর বাসস্থান গড়ে তোলা যায়। বর্তমানে জনসাধারণের সুন্দর বসবাসের স্বপ্ন পূরণ হয়েছে।