ওয়াং সু লোং
2022-09-09 15:02:09

ওয়াং সু লোং ১৯৮৯ সালের ১৭ সেপ্টেম্বর চীনের লিয়াও নিং প্রদেশের শেন ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি শেন ইয়াং কনসারভেটরি অব মিউজিকের সুর রচনা বিভাগ থেকে স্নাতক হন। তিনি হচ্ছেন চীনের মূল-ভূভাগের পপসঙ্গীত মহলের বিখ্যাত একজন কণ্ঠশিল্পী এবং সঙ্গীতজ্ঞ।

ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত সম্বন্ধে অনেক আগ্রহী ছিলেন। মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার সময় তিনি ক্লাসিক্যাল সঙ্গীত শিখতে শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় তিনি নিজের শিল্প-কর্ম বিভিন্ন সঙ্গীত নেটওয়ার্কে প্রকাশ করে বেশ কয়েকটি সঙ্গীত তালিকায় প্রথম স্থান লাভ করেন। ফলে রেকর্ড কোম্পানি তাঁর সাথে চুক্তি স্বাক্ষর করলে তিনি পেশাদার গায়ক হন।

 

কিছুক্ষণ আগে আপনারা যে গান শুনেছেন, তা ওয়াং সু লোং-এর ২০১২ সালের অগাস্ট মাসে প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম 'অভিকর্ষ' থেকে নেয়া। গানটি তাঁকে চীনের তাইওয়ান প্রদেশের সঙ্গীতবাজারে পাকাপোক্ত আসন এনে দেয়। ২০১২ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ওয়াং সু লোং চীনে দেশব্যাপী ভ্রাম্যমাণ অ্যালবাম বিক্রির অনুষ্ঠান আয়োজন করেন। একই বছরের নভেম্বর মাসে ওয়াং সু লোং তার বন্ধু বিওয়েটু-এর সঙ্গে চীনের উহান, ও কুয়াং চৌ শহরে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

 

২০১২ সালের ৩১ ডিসেম্বর ওয়াং সু লোং চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করেন। ২০১৩ সালের জানুয়ারিতে তিনি একটি ইন্টারনেট খেলার জন্য একক প্রোমোশন গান সৃষ্টি করেন, গানের নাম “ইম্পেরিয়াল ড্রাগন, আয়নায় লুকানো”। 

 

২০১৩ সালের অগাস্ট মাসে ওয়াং সু লোং তাইওয়ান প্রদেশে তাঁর ভক্তদের সঙ্গে দেখা করতে যান। ২০১৪ সালের ১৬ এপ্রিল ওয়াং সু লোং মেইমিয়াও সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি শেষ করে নিজেই ইমেজ মিউজিক সঙ্গীত কোম্পানি স্থাপন করেন এবং একক গান “সূক্ষ্ম” প্রকাশ করেন। এছাড়া, ২০১৪ সালের জুন মাসে তিনি নতুন অ্যালবাম 'মহান সঙ্গীত' প্রকাশ করেন। পুরো অ্যালবাম জুড়ে ছিল ক্লাসিক্যাল মিউজিক। 

 

২০১৫ সালের অক্টোবর মাসে ওয়াং সু লোং-এর তৃতীয় অ্যালবাম 'সু-পারফেক্ট' রিলিজ হয়। “গ্যালাক্সি” অ্যালবামের একটি গান এটি। গান সৃষ্টির অনুপ্রেরণা জ্যোতির্বিদ্যা ও পদার্থবিদ্যা থেকে আসে। তিনি বলেছিলেন, গ্যালাক্সি তাঁর হৃদয়ে একটি প্রেমের গিঁট। তিনি আশা করেন, গানটি দিয়ে তিনি অন্য একটি নিজের সঙ্গে দেখা করবেন। 

 

“বৃদ্ধি রিং” চীনের মূল-ভূভাগে একটি টিভি নাটকের বিরতি গান। ওয়াং সু লোং গানের লিরিক্স ও সঙ্গীত সৃষ্টি করার পাশাপাশি গানটি গান। গানটি ২০১৫ সালের জুলাই মাসে প্রকাশিত হয় এবং সে বছর একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বার্ষিক টিভি ও চলচ্চিত্র গোল্ড সং পুরস্কার জিতে। টিভি নাটকটি সে বছর অনেক জনপ্রিয় ছিল। 

 

“আমার সেরা গ্রীষ্ম” একটি ইয়ুথ স্কুল ফিল্মের নাম। ফিল্মে গেংগেং ও ইয়ুহুয়াই নামের কারণে সংযুক্ত হওয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর গল্প। তিন বছর সময় তারা একসঙ্গে বড় হয়, বিচ্ছিন্নতার পর পুনরায় দেখা করার গল্প। “গেং” নামে গানটি চরিত্রের নাম থেকে। ওয়াং সু লোং বিশেষ করে চলচ্চিত্রের জন্য গানটি সৃষ্টি করেন। 

 

ওয়াং সু লোংয়ের ‘হঠাত্ ঘটা প্রেমের গল্প/একটি সুন্দর হাসি’ গানের মাধ্যমে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। 

 

(প্রেমা/এনাম)