সেপ্টেম্বর ৮: আগস্ট অনেক দেশ ও অঞ্চলে গরমের ছুটি থাকে। কিন্তু, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাজের চাপ তখনও বেশি। এ মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতিরাষ্ট্রের দায়িত্বে ছিল চীন। চীন আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করেছে, নিরাপত্তা পরিষদকে ঐক্য ও সহযোগিতার প্লাটফর্ম হিসেবে আরও শক্তিশালী করতে ভূমিকা রেখেছে, এবং সার্বিকভাবে ইতিবাচক ফল অর্জনে সাহায্য করেছে। এই অর্জন আন্তর্জাতিক মহলে হয়েছে প্রশংসিত।
স্থানীয় সময় ৩১শে অগাস্ট জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন সদস্যদেশগুলোর প্রতিনিধিদের ব্রিফিং করেন এবং গণমাধ্যমের সামনে আসেন। ব্রিফিংয়ে তিনি অগাস্ট মাসে নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতিরাষ্ট্র হিসাবে চীনের কাজ পর্যালোচনা করেন। তিনি বলেন, অগাস্টে নিরাপত্তা পরিষদ শুধু বর্তমানের বড় বড় সমস্যার ওপর দৃষ্টি নিবদ্ধ রাখেনি, বরং দীর্ঘমেয়াদী সমস্যাগুলোর কথাও বিবেচনা করেছে।
চীনের প্রস্তাব অনুযায়ী, ২২শে অগাস্ট নিরাপত্তা পরিষদ ‘সংলাপ ও সহযোগিতা জোরদার করা এবং অভিন্ন নিরাপত্তা বজায় রাখা’ শীর্ষক বিষয়ের ওপর একটি উন্মুক্ত বৈঠক আয়োজন করে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস এবং পারমাণবিক অস্ত্রের অপ্রসারণ সংক্রান্ত চুক্তির দশম পর্যালোচনা সম্মেলনের সভাপতি বৈঠকে যোগ দেন। নিরাপত্তা পরিষদের সদস্যরা বৈঠকের বিষয়বস্তু নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং আন্তর্জাতিক নিরাপত্তাসংক্রান্ত মৌলিক বিষয়ে ব্যাপকভাবে মতবিনিময় করেন।
নিরাপত্তা পরিষদ ও চীনের কাছে আফ্রিকা বরাবরই অগ্রাধিকার পেয়ে আসছে। চীনের উদ্যোগে, ৪ঠা অগাস্ট নিরাপত্তা পরিষদ ‘আফ্রিকাতে শান্তি ও নিরাপত্তা: সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী শান্তির উপলব্ধি’ শীর্ষক বিষয়ের ওপর একটি উন্মুক্ত বিতর্কের আয়োজন করে। নিরাপত্তা পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে চীনের খসড়া সভাপতিরাষ্ট্রের বিবৃতি গ্রহণ করে। এটি আফ্রিকাতে সক্ষমতা বৃদ্ধি বিষয়ে নিরাপত্তা পরিষদের প্রথম নথি।
চাং চুন বলেন, নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে স্থান পাওয়া অনেক ইস্যু জটিল পর্যায়ে রয়েছে এবং নতুন নতুন পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে৷ অগাস্ট মাসে নিরাপত্তা পরিষদের কাজের মূল থিম ছিল: ‘সংলাপ, সহযোগিতা ও উত্তেজন প্রশমন’। চীন, নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যের সাথে একত্রে ইতিবাচক বিষয়গুলো একত্রিত করতে, সংলাপ ও পুনর্মিলনকে উন্নত করতে, এবং বড় সমস্যাগুলোর রাজনৈতিক নিষ্পত্তির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। অগাস্টে নিরাপত্তা পরিষদ যথাক্রমে লিবিয়া ও আফগানিস্তানের ওপর সভা আয়োজন করেছে; সিরিয়া, সুদান ও অন্যান্য ইস্যু পর্যালোচনা করেছে; এবং লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর অনুমোদনের মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রস্তাব পাস করেছে।
অগাস্টে আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করে—এমন অনেক জরুরি পরিস্থিতির উদ্ভব ঘটে। চীন নিরাপত্তা পরিষদকে সময়মতো তা মোকাবিলা করতে পরিচালিত করেছে। অগাস্টে নিরাপত্তা পরিষদ তার সদস্যদের অনুরোধে ইউক্রেনের বিষয়ে তিনটি সভার আয়োজন করে। নিরাপত্তা পরিষদের আলোচনার সময়, অনেক সদস্যরাষ্ট্র এই মর্মে মত প্রকাশ করে যে, ইউক্রেন সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা উচিত; কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে কৃষিপণ্য রপ্তানির বিষয়ে চুক্তি স্বাক্ষরে ইতিবাচক গতি অর্জন করা উচিত; এবং সকল পক্ষের উচিত আরও সক্রিয় হওয়া।
চাং চুন বলেন, অগাস্টে চীন একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক মনোভাব নিয়ে, পারস্পরিক আস্থা বৃদ্ধি, সংঘাত হ্রাস, নিরাপত্তা পরিষদের ঐক্য জোরদার, ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব, কাজের দক্ষতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। অগাস্টে পরিষদ সুশীল সমাজের তিন জন প্রতিনিধিকে ব্রিফিং দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। "সন্ত্রাস আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি" শীর্ষক বিষয় বিবেচনা করার সময়, চীন আফ্রিকান গবেষণা প্রতিষ্ঠানের পণ্ডিতদের একটি ব্রিফিং দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। সাম্প্রতিক বছরগুলিতে এই প্রথমবারের মতো আফ্রিকান নাগরিক সমাজের প্রতিনিধিরা নিরাপত্তা পরিষদে সন্ত্রাসবিরোধী বিষয়ে ব্রিফ করার সুযোগ পায়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)