গ্রামীণ পর্যটন ‘পাহাড় ও নদীর মধ্যে বাসা’ আরো সুন্দর করছে
2022-09-06 16:15:36

প্রিয় বন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ সিএমজি, চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বড় আকারের সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পাহাড় ও নদীর মধ্যে বাসা’ প্রচারিত হয়। এক একটি সুন্দর চীনা গ্রাম গ্রামীণ পর্যটনের মাধ্যমে আকাশ পাতাল পরিবর্তন ঘটেছে। সবাই অবাক হয়ে দেখেছে যে, গ্রামীণ পর্যটন গ্রাম পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

 

প্রথমত, গ্রামীণ পর্যটন গ্রামবাসীদের ঘরবাড়িকে আরো সুন্দর করেছে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ হল চীনের গ্রামের গুরুত্বপূর্ণ সুবিধা এবং মূল্যবান সম্পদ। গ্রামীণ পর্যটন দ্রুত উন্নয়নের সঙ্গে আরো বেশি পর্যটক গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারে। সেই সঙ্গে আরো বেশি গ্রামবাসী সক্রিয়ভাবে এবং স্বেচ্ছায় প্রাকৃতিক সংরক্ষণ কাজে অংশ নিচ্ছে। যাতে গ্রামীণ পর্যটনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা যায়। গ্রামীণ পর্যটন শিল্প ইতোমধ্যে চীনের গ্রামের প্রাকৃতিক সভ্যতার সাফল্য তুলে ধরেছে।

চীনের চ্য চিয়াং প্রদেশের আন জি শহরের ইয়ু গ্রামের উদাহরণ দেওয়া যাক। এই গ্রাম গত শতাব্দীর ৯০ দশকে পাহাড় ধ্বংস করে পাথর সংগ্রহ করত। এর ফলে গ্রামের দূষণ সমস্যা অনেক গুরুতর হয়ে ওঠে। তবে এখন পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ পর্যটন শিল্প উন্নয়নের সঙ্গে এই দূষিত গ্রাম এখন জাতিসংঘের বিশ্বের পর্যটন সংস্থার নির্ধারিত ‘শ্রেষ্ঠ পর্যটন গ্রাম’ হয়েছে। যা গ্রামের উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্ব প্রতিফলিত করে।

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন জায়গা গ্রামীণ পর্যটন উন্নয়নের সঙ্গে সবুজায়নের ব্যবস্থাও নিয়েছে। গ্রাম সমৃদ্ধ, সুষম এবং উন্নত সুন্দর বাড়িঘরে নির্মাণ করেছে। এর ফলে গ্রামের আবর্জনার শ্রেণীবিন্যাসকরণ, দূষিত পানির বহুমুখী পরিচালনা, শৌচাগার উন্নয়ন, গ্রামের সড়ক ব্যবস্থা উন্নয়ন ইত্যাদি প্রকল্প তৈরি হয়েছে।

 

এ ছাড়া গ্রামীণ পর্যটনের মাধ্যমে তারা আরো ধনী হতে পারে। শিল্প উন্নয়ন হল গ্রামীণ পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। শিল্প ছাড়া গ্রামের অর্থনীতির উন্নয়নের ভিত্তি থাকে না, শিল্প উন্নয়নের মাধ্যমে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়। গ্রামীণ পর্যটনের উন্নয়ন দারিদ্র্যবিমোচন এবং কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই সঙ্গে গ্রামও আরো প্রাণচঞ্চল হয়ে উঠেছে। আগে শহরায়নের কারণে অনেক কৃষক শহরে গিয়ে চাকরি করত। এর ফলে গ্রামে তরুণ মানুষ অনেক কম ছিল। এখন গ্রামীণ পর্যটন সমৃদ্ধ হচ্ছে। অনেক কৃষক বড় শহর থেকে জন্মস্থানে ফিরে আসে। তারা গ্রামের হোস্টেল উন্নয়ন, গ্রামের সুস্বাদু খাবার ও কৃষিজাত দ্রব্য বিক্রি করে। এর মাধ্যমে কৃষকরা একটি স্থিতিশীল আয় পাওয়া শুরু করেছে।

 

শুধু কৃষক না, এখন শহরের অনেক দক্ষ মানুষ গ্রামে পর্যটন শিল্পে পুঁজি বিনিয়োগ করছে। তারা গ্রামের উন্নয়নে অর্থ ও মেধাসম্পদ নিয়ে এসেছে। গ্রামে পর্যটন শিল্প উন্নত করার মাধ্যমে আর্থিক লাভ ও কর্মসংস্থানই নয়, বরং গ্রামীণ পর্যটনের মাধ্যমে গ্রাম আরো সুন্দর হয়ে উঠছে, গ্রামে তৃণমূল পর্যায়ের উন্নয়নও সম্ভব হয়েছে।

চীনের অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে এ পর্যন্ত সারা দেশের গ্রামীণ পর্যটন ইতোমধ্যে গ্রামীণ পুনরুদ্ধারের নতুন শক্তিতে পরিণত হয়েছে।

সম্প্রতি চীনের উপ-সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী রাও ছুয়ান জানান, গত ১০ বছর ধরে চীনের গ্রামীণ পর্যটন পণ্যের সরবরাহ সুসংহত হচ্ছে, অবকাঠামো আরও সম্পূর্ণ হচ্ছে, সেবার মান বেড়ে চলছে। কৃষকদের স্বার্থ রক্ষা করা হচ্ছে।

তিনি আরও বলেন, গ্রামীণ পর্যটনে দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নে সৃষ্ট বহুমুখী কল্যাণ দেখা যাচ্ছে। বর্তমানে চীনে ১,২৯৯টি রাষ্ট্রীয় গ্রামীণ পর্যটনের গুরুত্বপূর্ণ গ্রাম ও থানা নির্ধারণ করা হয়েছে। এতে গ্রামীণ পর্যটনের শ্রেষ্ঠ রুট নির্ধারিত হয়েছে।

 

গ্রামীণ পর্যটন ধীরে ধীরে চীনাদের কৃষি জীবন ও দৃশ্য উপভোগ করার ভালো পদ্ধতিতে পরিণত হয়েছে, সৃজনশীল কর্মসংস্থানের নতুন ক্ষেত্র এবং গ্রামীণ পুনরুদ্ধারের নতুন শক্তিতে পরিণত হয়েছে।