সেপ্টেম্বর ৬: নতুন সংশোধিত ‘কৃষিপণ্যের গুণগত মান ও নিরাপত্তা আইন’ ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হবে। আশা করা যায়, এই জাতীয় আইন মানুষের খাদ্যের অধিকার রক্ষা করবে, খাদ্যসংশ্লিষ্ট সামাজিক উদ্বেগের প্রতি সাড়া দেবে, ও কৃষিক্ষেত থেকে খাওয়ার টেবিল পর্যন্ত পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধানব্যবস্থা আরও জোরদার করবে। গত ৫ই সেপ্টেম্বর চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি এ বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।
চীন ২০০৬ সালে কৃষিপণ্যের গুণগত মান ও নিরাপত্তা আইন প্রণয়ন করে এবং ২০১৮ সালে এর কিছু বিধি সংশোধন করে। নতুন সংশোধিত আইনে কৃষিপণ্যের গুণগত মান সুরক্ষার লক্ষ্যে, "সবচেয়ে কঠোর মান, তত্ত্বাবধান, শাস্তি, ও জবাবদিহিতা" নীতি অনুযায়ী, কৃষির উত্পাদন ও পরিচালনার পুরো প্রক্রিয়ার নিয়ন্ত্রণব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির আইনি কমিটির অর্থনৈতিক আইন অফিসের পরিচালক ছিউ চুং মিং প্রেস ব্রিফিংয়ে বলেন:
"কৃষিপণ্যের উত্পাদন-এলাকার পরিবেশ নিরীক্ষণ ও মূল্যায়নের ওপর আরও বেশি জোর দেওয়া হবে। নির্দিষ্ট কৃষিপণ্যের জন্য কীটনাশক ও সারের মতো কৃষি-উপকরণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হবে। প্যাকেজিং ও বর্জ্যের ক্ষেত্রে উত্পাদন-এলাকায় দূষণ রোধ করতে হবে। কৃষিপণ্য উত্পাদনকারী, কৃষকদের সমবায়, ও কৃষি সামাজিকীকরণ পরিষেবা সংস্থাগুলোর জন্য নির্দিষ্ট প্রবিধান তৈরি করা হবে, যাতে কৃষিপণ্যের গুণগত মান সুরক্ষা করা যায় এবং ঝুঁকি বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ অংশে নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠা ও বাস্তবায়নকে উত্সাহিত করা যায়। যোগ্য কৃষিপণ্য উত্পাদক ও পরিচালকদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণে উত্সাহ দেওয়া হবে।"
কৃষিপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্টিফিকেশন ব্যবস্থা এবারের সংশোধিত আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কৃষিপণ্য উত্পাদনকারী, কৃষকদের সমবায়, এবং কৃষিপণ্য ক্রয়ের সাথে জড়িত ব্যক্তিদের প্রবিধান অনুযায়ী, প্রতিশ্রুতিপত্র দিতে হবে। এতে নিষিদ্ধ কীটনাশক, পশুচিকিত্সার ওষুধ এবং অন্যান্য নিষিদ্ধ উপাদান ব্যবহার না-করার প্রতিশ্রুতি থাকতে হবে। একই সময়ে, পাইকারি বাজারে কৃষিপণ্যের সার্টিফিকেশন ব্যবস্থা স্থাপন করতে হবে। কৃষি ও গ্রামীণ মন্ত্রণালয়ের কৃষিপণ্যের গুণগত মান ও নিরাপত্তা তত্ত্বাবধান বিভাগের পরিচালক শিয়াও ফাং বলেন:
"এ ব্যবস্থা সার্টিফিকেশনের আওতায় স্ব-শঙ্কা ও স্ব-শৃঙ্খলাকে একীভূত করার জন্য সহায়ক। স্ব-শঙ্কা, স্ব-শৃঙ্খলা এবং জাতীয় আইন একত্রে কার্যকর হলে একটি সুষ্ঠু নিরাপত্তা-লাইন তৈরি হতে পারে।"
তৃণমূল পর্যায়ে কৃষিপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বছরের পর বছর ধরে, চীনের সকল শহর ও গ্রামে কৃষিপণ্যের গুণগত মান ও নিরাপত্তা তত্ত্বাবধানের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৭৬ হাজার জেলা পর্যায়ের তত্ত্বাবধায়ক এবং ৪.২ লাখ গ্রাম-পর্যায়ের তত্ত্বাবধায়ক আছেন। কৃষি ও গ্রামীণ মন্ত্রণালয়ের কৃষিপণ্যের গুণগত মান ও নিরাপত্তা তত্ত্বাবধান বিভাগের পরিচালক শিয়াও ফাং বলেন:
"সংশোধিত আইনে বিভিন্ন পর্যায়ের দায়িত্ব স্পষ্ট করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা বিভিন্ন স্তরের তত্ত্বাবধায়কব্যবস্থা আরও সম্পূর্ণ করবো এবং আরও কার্যকর প্রযুক্তিগত পরিষেবার যোগান দেবো।"
নতুন সংশোধিত কৃষিপণ্যের গুণগত মান ও নিরাপত্তা আইনে বেআইনি কাজের জন্য জরিমানা বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্ট অপরাধের জন্য ফৌজদারি তদন্তব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে। (ইয়াং/আলিম/ছাই)