একজন গ্রামীণ শিক্ষকের অধ্যবসায়
2022-09-05 10:36:36

২০০৭ সালে ২২ বছর বয়সী লিন মাও থিয়ানচিন শহরের বেইছেন এলাকার শুয়াংখৌ থানার শাংহ্যে গ্রামের হ্যেথৌ বিদ্যালয়ে এসে শিক্ষকতার কাজ শুরু করেন। সেখানে ১৫ বছর ধরে কাজ করছেন।  

লিন মাও বিদ্যালয়ের কাছে একটি ছোট ঘরে থাকেন। এখানে অবস্থা ভাল না। এখানে তিনি কয়েক শতাধিক বই পড়েছেন এবং কয়েক লাখ অক্ষরের শিক্ষা-নোট লিখেছেন।

লিন মাওর দৃষ্টিতে শিক্ষার্থীদেরকে বুঝানো হলো শিক্ষকের প্রথম দায়িত্ব। তিনি শিক্ষার্থীদেরকে তাঁকে চিঠি লিখতে উত্সাহ দেন। তিনি প্রত্যেক শিক্ষার্থীর চিঠির জবাবও দেন। তিনি সবসময় শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের বেড়ে ওঠার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

শিক্ষার্থীরা লিন মাও’র ক্লাস পছন্দ করে। তিনি শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ ধৈর্য ধরতে পরামর্শ দেন, নিজেও ধৈর্য ধরে পড়ান। শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদিন ভোরে তিনি শরীরচর্চা করেন। শিশুরা লিন মাওয়ের আন্তরিকতা ও অধ্যবসায়ে মুগ্ধ।  শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে।

 এছাড়াও লিন মাও শিক্ষার্থীদের শেখার আগ্রহ উন্নয়নের জন্য জ্ঞানভিত্তিক খেলায় অংশ নেন। তাঁর ক্লাস সবসময় হাসিতে পরিপূর্ণ থাকে।

লিন মাও এ বিদ্যালয়ে ১৫ বছর ধরে কাজ করেছেন। তিনি বলেন, শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিক্ষার্থীদের শিক্ষায় উত্সাহ দেওয়া; তারপর তারা যা শিখেছে তা প্রয়োগ করার জন্য শিক্ষার্থীদেরকে গাইড করা।

আগের পুরাতন বিদ্যালয় রূপান্তরিত হয়েছে। শিক্ষার্থীরা স্নাতক হওয়ার পর নিজেদের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন। লিন মাও তরুণ থেকে মধ্য বয়সী হয়েছেন। তবে তাঁর গ্রামীণ শিক্ষকতাকাজের প্রাথমিক উদ্দেশ্য পরিবর্তন হয়নি। তিনি নিজের কাজ ভালবাসেন। তিনি বলেন, ‘আমার হৃদয় গ্রামাঞ্চলে অবস্থিত এবং গ্রামাঞ্চলের শিশুদের বেড়ে ওঠার পথকে আলোকিত করতে আমি প্রদীপ হতে ইচ্ছুক।’ (ছাই/আলিম)