চীনে আরও জনপ্রিয় হচ্ছে ক্যাম্পিং
2022-09-04 18:59:34

চীনে ক্যাম্পিংয়ের ব্যাপক প্রচলন দেখা দিয়েছে। গ্রীষ্ম কিম্বা শরতের অবসরের দিনগুলোতে সবাই ক্যাম্পিং করতে পছন্দ করছেন। এটি প্রকৃতি উপভোগের পাশাপাশি বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ এনে দেয়। ফলে এটি এখন একটি জনপ্রিয় প্রচলন হয়ে ওঠেছে। পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২১ সালে চীনে ক্যাম্পিং সংশ্লিষ্ট নতুন প্রতিষ্ঠানের সংখ্যা ২১ হাজারটি বেড়েছে, যা গত ৫ বছরে সর্বোচ্চ। ২০২২ সালে ক্যাম্পিং সংশ্লিষ্ট বাজার  আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে।


গত কয়েক বছরে ক্যাম্পিং অধিকতরভাবে প্রচলিত হয়ে উঠেছে।  অল্প মানুষের কাছে প্রিয় ক্যাম্পিং ধীরে ধীরে জনসাধারণের জনপ্রিয়তা কুড়িয়েছে।  ক্যাম্পিংয়ের জনপ্রিয়তায় চীনে এ সংক্রান্ত শিল্প উন্নয়নের বিশাল অবকাশ দেখা দিয়েছে। প্রথমে যেটা স্পষ্টই দেখা যায়, সেটা হচ্ছে  ক্যাম্পিং সংশ্লিষ্ট সরঞ্জামের বৃদ্ধি। স্ক্রিন, ক্যাম্প, টেবিল ও রান্নার যন্ত্র, প্রজেক্টর ও টর্চ-লাইটসহ নানা পণ্যের বেচা-কেনা অনেক বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান থেকে জানা গেছে, ক্যাম্পিং বাজারে ক্যাম্প ও বাইরের চেয়ারসহ নানা গুরুত্বপূর্ণ পণ্যের বিক্রি অনেক বেড়েছে। এর মধ্যে চীনা তৈরি পণ্যের পরিমাণ ৮০ শতাংশ ।


 


 

শুধু তাই নয়। অন্য সংশ্লিষ্ট শিল্পেরও ব্যাপক উন্নতি হয়েছে। কেউ কেউ বিনোদনমূলক যানবাহন সংস্কার করে এবং ক্যাম্পিংয়ের জনপ্রিয় জায়গাগুলোতে মোবাইল ক্যাফে চালু করেছেন। কেউ কেউ ক্যাম্পিং-এ খাবার প্রদান করেন। কেউ কেউ ক্যাম্পিংয়ে ব্যবহৃত জ্বালানি উদ্ভাবন করেন। কেউ কেউ ক্যাম্পিং অনুরাগীদের শখ অনুযায়ী, প্যাডিং বোর্ড, উড়ন্ত প্লেট, যোগ এবং এমনকি বরফের পাত্র সহ নানা বৈশিষ্ট্যসম্পন্ন বিনোদন যন্ত্রে নতুন মজার আলো সৃষ্টি করে।

 বিভিন্ন সংশ্লিষ্ট শিল্পে ক্যাম্পিংয়ের প্রাণশক্তি দেখা দিয়েছে। পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২১ সালে প্রচলিত ক্যাম্পিং গন্তব্যের মধ্যে রয়েছে কুয়াং তোং প্রদেশের চু হাই শহরের হেং ছিন, এবং ঐতিহ্যবাহী পর্যটন গন্তব্য কান সু প্রদেশের তুন হুয়াং।  অপরূপ পাহাড় ও নদনদীর সৌন্দর্য এবং সুন্দর গ্রামের অনেক স্থান ক্যাম্পিংয়ের গন্তব্যে পরিণত হয়েছে। স্থানীয় সরকারগুলো এ সুযোগসুবিধা কাজে লাগিয়ে পর্যটন শিল্প উন্নত করেছে, যা  গ্রামীণ পুনরুদ্ধারে সহায়ক হয়েছে।

 

চীনে রয়েছে বিশ্বের বৃহত্তম সম্পূর্ণ শিল্পের ব্যবস্থা। প্রায় ৪০ কোটি মধ্যবিত্তসহ ১৪০ কোটি জনসংখ্যার এ দেশে রয়েছে বিশাল বাজার।  চীনারা আরও সুন্দর জীবন কাটাতে চায়। ফলে ক্যাম্পিংসহ নানা নতুন ভোগ্য পদ্ধতি অব্যাহতভাবে হাজির হবে। সবকর্মী ও সংশ্লিষ্ট শিল্প ভাবনা সম্প্রসারণ করে সরবরাহ বাড়ালে ভোগের সম্ভাবনা আরও বেড়ে যাবে বলে আশা করা যায়।

রুবি/এনাম