আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব ডক্টর এ. এ. এম. মুজাহিদ। বর্তমানে তিনি “সাংহাই ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স” বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স বিভাগে লেকচারার হিসেবে কর্মরত আছেন। তিনি চীনের “সাংহাই বিশ্ববিদ্যালয়” থেকে পিএইচডি সম্পন্ন করেন। সেই সাথে জনাব ডক্টর মুজাহিদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা)-র যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, এই অ্যাবকা প্রতিষ্ঠার তিনি একজন অন্যতম উদ্যোক্তা
এ ছাড়াও তিনি “বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন”-এর (BCYSA) টানা দুই দফায় (২০১৯-২০২০ এবং ২০২০-২০২১) প্রেসিডেন্ট (সভাপতি) হিসাবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।
ডক্টর মুজাহিদ ২০১৩ সালে চীনা সরকারের শিক্ষাবৃত্তি নিয়ে প্রথম চীনে আসেন মাস্টার্স অধ্যয়নে এবং ২০১৭ সালে সাংহাই বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর পিএইচডি অধ্যায়ন শুরু করেন। পিএইচডি অধ্যায়নকালে গবেষনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন এবং তাঁর কাজের সফলতার দরুন তিনি “সাংহাই বিশ্ববিদ্যালয় পাবলিক স্পিরিটেড স্টার অ্যাওয়ার্ড, ২০১৯” এবং “চায়নিজ গভঃ আউটস্টান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ ২০২০” অ্যাওয়ার্ড লাভ করেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।