সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। কফি হাউসের আড্ডা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সামনে চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য যে, চীনকে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশে রূপান্তরের কাজ বিশেষ সময়পর্বে প্রবেশ করেছে এবং চীন ‘দ্বিতীয় শতবর্ষের লক্ষ্য’ অর্জনের দিকে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস (বিআইএল)-এর সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১৪ সাল থেকে চীনা ভাষা ও সংস্কৃতি শেখাচ্ছেন। তিনি চার বার চীনা সরকারের পূর্ণ বৃত্তি নিয়ে চীনে অধ্যায়ন করেছেন। তিনি বহুদিন ধরে চীনা কূটনীতি এবং অন্যান্য দেশে চীনা বিনিয়োগ নিয়ে গবেষণা করে আসছেন। এ ছাড়া, বাংলাদেশের এবং আন্তর্জাতিক জার্নালে তার বেশ কিছু গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। চলুন আলাপ করি ড. রফিকুল ইসলামের সঙ্গে।