“চীনের দেওয়া শুল্কমুক্ত সুবিধাটা আমরা নিতে চাই”
2022-09-01 19:40:36

ব্যবসাপাতির ৮৯তম পর্বে যা থাকছে:

# পণ্য সংরক্ষণে চীনে আধুনিক হিমাগার, পাল্টে যাচ্ছে কৃষিব্যবস্থা

# সার ও তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ 

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“চীনে আমাদের রফতানি ভালো হচ্ছিলো কিন্তু কোভিড শুরু হওয়ার পর পরিমাণ একেবারেই কমে গেছে। কিন্তু আমি মনে করি, আমাদের অনেক সুযোগ আছে। আমরা চীন থেকে প্রচুর কাঁচামাল আনি। আমরা অনেক মেশিনারি আনি, আমরা ইয়ার্ন, ফেব্রিক্স থেকে শুরু করে ডাইস, কেমিকেলসহ সব ধরনের জিনিস আনি। আমাদের টেক্সটাইল বা গার্মেন্ট সেক্টরের জন্য আমাদের প্রচুর আমদানি করতে হয়। সেই হিসেবে আমাদের রফতানি কিন্তু একেবারেই নেই। সেক্ষেত্রে আমি মনে করি চীন আমাদের যে ডিউটি ফ্রি সুবিধাটা দিয়েছে, গার্মেন্টের সেসব পণ্য বাদ ছিলো সেগুলোও এবার দিয়েছে। এই সুবিধাটা আমরা নিতে চাই। চীনের যারা ক্রেতা তারা যেন বিশেষ সুবিধা দিয়ে আমাদের পণ্য কেনে, তখন আমাদের সঙ্গে চীনের যে বাণিজ্য ভারসাম্য তৈরি হবে। আমরা আগামীতে আরো আমদানি বাড়াতে চাই কিন্তু সেই সঙ্গে আমাদের রফতানিও যেন বাড়ে চীনের কাছে সেই প্রত্যাশাও করছি।“

ফারুক হাসান

সভাপতি, বিজিএমইএ