সেপ্টেম্বর ১: চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলা- ২০২২ বুধবার সন্ধ্যায় বেইজিংয়ে উদ্বোধন করা হয়েছে। এবারের মেলার থিম হলো ‘সেবা সহযোগিতার মাধ্যমে উন্নয়ন এগিয়ে নেওয়া, সবুজ উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যৎকে স্বাগত জানানো’। মেলাটি ৬ দিন চলবে।
এবারের মেলায় মোট ১৮৯ জন দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ অতিথি অংশগ্রহণ করছেন। এতে মোট ৭১টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রদর্শনী আয়োজন করেছে। অতিথিরা জানান, চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলা বিশ্বব্যাপী পরিষেবা বাণিজ্যের সুযোগসুবিধা ভাগাভাগি করার একটি মঞ্চ সৃষ্টি করেছে।
এ বছর মেলাটিতে আরো বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করছে। ৭১টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে মেলার প্রদর্শনীতে অংশ নিয়েছে। ফরচুন গ্লোবাল ফাইভ হান্ড্রেড-এর চার শতাধিক শিল্পপ্রতিষ্ঠান মেলায় সরাসরি অংশগ্রহণ করছে। মেলা সম্পর্কে জাপানের এক্সটার্নাল ট্রেড সংস্থার বেইজিং কার্যালয়ের প্রতিনিধি সিএমজিকে জানান, তিনি আশা করেন এবারের মেলার মাধ্যমে চীনের ভোক্তারা জাপানের পণ্য সম্পর্কে আরো ভালোভাবে জানতে পরবেন। পাশাপাশি, তারাও চীনের ই-কমার্স বাজার সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারবেন।
তিনি বলেন, “চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলার আকার দিন দিন বড় হচ্ছে। প্রদর্শনের বিষয়ও আরো বেশি সম্প্রসারিত হচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি, সেমিনারসহ অন্যান্য কার্যক্রমও অন্তর্ভুক্ত করা হয়। ই-কমার্স বিষয়ক কার্যক্রমকে আমরা সবচেয়ে বেশি ফোকাস করছি। এ ধরনের কার্যক্রমেও আমরা অংশগ্রহণ করব। তাতে সীমান্তপার বাণিজ্য এবং চীনের ই-কমার্স উন্নয়নের পরিস্থিতি জানা যাবে।”
এবারের মেলায় সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ইতালিসহ মোট ১০টি দেশ প্রথমবারের মতো নিজেদের প্রদর্শনী আয়োজন করেছে। সুইজারল্যান্ডের প্রদর্শনীর কর্মকর্তা ছি ইয়াও জানান, ইউরোপের মধ্যে সুইজারল্যান্ড ছিল প্রথম দেশ যা চীনের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল। দু’পক্ষের পরিষেবা বাণিজ্য উন্নয়নে শক্তিশালী সমর্থন দেবে চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলা। তিনি আশা করেন, দু’পক্ষ ভবিষ্যতে আরো গভীর সহযোগিতা চালাবে।
তিনি বলেন, “চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলা এখন একটি আন্তর্জাতিক ও সার্বিক পরিষেবা বাণিজ্যের মঞ্চে পরিণত হয়েছে। এই মঞ্চে ‘এক অঞ্চল, এক পথ’ উন্নয়ন ও চীনের উচ্চ মানের ভোগের জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছে। দ্বি-পক্ষীয় সহযোগিতা ও পরিষেবা বাণিজ্য সমর্থনের খাতে মেলাটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
বিশ্বখ্যাত বরফ-সংক্রান্ত যন্ত্রপাতির নির্মাণকারী প্রতিষ্ঠান ইতালির একটি কোম্পানির কর্মকর্তা সিএমজিকে জানান, ‘চীন একটি বড় দেশ। যদি আমরা দেশের সব অঞ্চল সফর করি, তাহলে অবশ্যই অনেক সুন্দর যাত্রা হবে, তবে তাতে অনেক সময় লাগবে। এবারের মেলা গোটা চীনের ক্রেতাদেরকে বেইজিংয়ে নিয়ে এসেছে। যা আমাদের জন্য অনেক সুবিধাজনক।’
এ ছাড়া অনেক অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠান মনে করে, মেলাটি বিশ্বব্যাপী পরিষেবা বাণিজ্যের সুযোগসুবিধা ভাগাভাগি করার একটি মঞ্চ সৃষ্টি করেছে। চীনের রাষ্ট্রীয় জ্বালানি বিনিয়োগ কর্পোরেশনের কর্মকর্তা লু আন চিয়ান জানান, ‘সবুজ জ্বালানি রূপান্তর করার প্রক্রিয়ায়, এই মেলা আমাদের জন্য আন্তর্জাতিক সর্বোচ্চ মানের সহযোগিতার আরো বেশি সুযোগসুবিধা প্রদান করেছে। সেই সঙ্গে এবারের মেলা চীনের সবুজ নিম্ন কার্বন জ্বালানির সবচেয়ে নতুন সাফল্য বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ সৃষ্টি করেছে।’
আমাজন ক্লাউড টেকনোলোজি কোম্পানির কর্মকর্তা পাই হ্য বলেন, ‘আমরা মনে করি এবারের মেলা অনেক গুরুত্বপূর্ণ। এটি উচ্চ মানের। যা গোটা সমাজের জন্য আমাদের ধারণা এবং পণ্য প্রচার করার ক্ষেত্রে একটি ভাল ব্যবস্থা।’
অনেক বছর উন্নয়নের মাধ্যমে চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলা ইতোমধ্যে চীনের আন্তর্জাতিক বাণিজ্যিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক পরিষেবা বাণিজ্য পুনরুদ্ধার ও উন্নয়ন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলা ইতিবাচক ভূমিকা পালন করেছে।
বিগত দশ বছরে, চীনের সেবা বাণিজ্যের আমদানির পরিমাণ ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। চীন অব্যাহত আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলা আয়োজন করে আসছে, যা বিশ্বের বিভিন্ন দেশের পরিষেবা বাণিজ্যের সহযোগিতা জোরদারে আন্তর্জাতিক ও পেশাদার মঞ্চ উপহার দিয়েছে।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)