শিশুদের দৌড়াতে উত্সাহিত করেন সি চিন পিং
2022-08-31 13:57:37

তরুণ-তরুণীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ এবং জাতির আশার আলো। শক্তিশালী দেহ গড়ে তোলা তরুণ-তরুণীদের বড় হওয়ার ভিত্তি। তাই ক্রীড়া শিক্ষা জোরদার করে তাদের দেহ শক্তিশালী করে গড়ে তোলার ব্যাপারে বরাবরই গুরুত্বারোপ করে আসছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

 

২০১৪ সালের ১৫ আগস্ট নান চিন শহরে অনুষ্ঠিত দ্বিতীয় যুব অলিম্পিক গেমসে চীনা প্রতিনিধি দলকে দেখতে যান সি চিন পিং। সে সময় তিনি বলেন, কিশোর ও তরুণরা শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। কিশোর ও তরুণদের নিজেকে নানা খাত যেমন; চেতনা ও ভাবনা, লেখাপড়া, এবং উদ্ভাবন সক্ষমতার পাশাপাশি দেহের সুস্থতা, এবং শক্তিশালী শরীর এবং ক্রীড়ার সচেতনতাসহ নানা দিক থেকে শক্তিশালী হিসেবে গড়ে ওঠা উচিত।

 

২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি,  চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের উ খ্য সোং ক্রীড়া কেন্দ্রে তরুণ-তরুণীদের আইস হকি এবং ফিগার স্কেটিং প্রশিক্ষণ পরিদর্শন করেন। তিনি একজন তরুণ হকি খেলোয়াড়ের হাত ধরে হকি’র বিশেষ সংবর্ধনার পদ্ধতিতে তাকে হ্যালো বলেন এবং দেহ আরও শক্তিশালী করে গড়ে তোলতে উত্সাহ দেন।

 

২০২১ সালের ১৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সায়ান সি প্রদেশের ইয়ু লিন শহরের সুই তে মাধ্যমিক স্কুলে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আন্তরিকভাবে কথাবার্তা বলেন।

 

তত্ত্ব থেকে অনুশীলন, কোর্স থেকে ব্যবস্থাপনার দিক থেকে ক্রীড়া শিক্ষা গভীরভাবে বদলাচ্ছে। অধিক থেকে অধিকতর শিশুরা ক্লাসরুম থেকে বেরিয়ে খেলার মাঠে ক্রীড়ার আনন্দ উপভোগ করে সুস্থভাবে বেড়ে ওঠছে।

 

২০২০ সালের সেপ্টেম্বরে বেইজিংয়ে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও ক্রীড়া-বিষয়ক বিশেষজ্ঞ প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনাসভায়  সি চিন পিং বলেন, শিশুদের দৌড়াতে উত্সাহ দিতে হবে। এবং ক্রীড়াচর্চায় বিজ্ঞান মেনে চলা উচিত। রক্ষামূলক প্রস্তুতি নিতে হবে। যাতে শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় আনন্দ উপভোগের পাশাপাশি দেহ শক্তিশালী করে গড়ে তোলা, ব্যক্তিত্বের বিকাশ এবং ইচ্ছাশক্তির দৃঢ়তা গড়ে ওঠে।

 

ক্যাপশন: থিয়ান চিন শহরের হ্য সি অঞ্চলের তে সিয়ান প্রাথমিক স্কুলে ক্লাসের ফাকে দৌড়াচ্ছে শিক্ষার্থীরা।

 

ক্যাপশন: সিনচিয়াং অঞ্চলের উইগুর শহরের উইগুর জেলার প্রথম মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা হকি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

 

ক্যাপশন: সায়ান সি প্রদেশের আন খাং শহরের পিং লি জেলার কেন্দ্রীয় প্রাথমিক স্কুলে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে মার্শাল আর্ট চর্চা করছে।

 

ক্যাপশন: ছোং ছিং শহরের চিউ লুং পো অঞ্চলের সি পেং উপজেলার প্রথম প্রাথমিক স্কুলে ক্রীড়া ক্লাসে রোপিং করছে শিক্ষার্থীরা।