‘বীজ’
2022-08-31 14:16:43

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হু হাই ছুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

হু হাই ছুয়ান, ১৯৭৫ সালের ১৩ অগাস্ট চীনের লিয়াও নিং প্রদেশের শেন ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও গীতিকার।

 

১৯৯৮ সালের ১৭ নভেম্বর হু হাই ছুয়াং কণ্ঠশিল্পী ছেন ইয়ু ফানের সঙ্গে ইয়ুছুয়ান নামে সংগীত-ব্যান্ড গঠন করেন। ১৯৯৯ সালের ১০ নভেম্বর ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘সবচেয়ে সুন্দর’ বাজারে আসে। এর বিক্রির পরিমাণ ১০ লাখ কপি ছাড়িয়ে যায়।

 

বন্ধুরা, এখন শুনুন হু হাই ছুয়ানের কণ্ঠে ‘বীজ’ নামে গানটি। গানের কথাগুলো এমন: তুমি চলে যাবার আগে আমরা একসাথে বীজ রোপণ করেছি। গ্রীষ্মকালে ফুল ফুটেছে। স্মৃতি শরত্কালে ফলন হয়। হালকা ঠান্ডা বাতাসে কিছু পরিচিত গন্ধ থাকে। বাতাসের সঙ্গে আসে হাসির শব্দ। আবার দূরের সে স্মৃতি মনে আসে।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন হু হাই ছুয়ানের গাওয়া ‘প্রথম প্রেম’ গানটি। গানের কথায় বলা হয়, ভালোবাসায় আমার কোনো অভিজ্ঞতা নেই আজ মাত্রই তার সঙ্গে দেখা করেছি। সে আনন্দ এত তাজা। পুরো রাত ঘুমাতে পারি না। এই সুন্দর অনুভূতি প্রথম প্রেমের মত, তোমার চোখে যেন বজ্র থাকে। প্রত্যেক মিনিট তোমার সঙ্গে থাকতে চাই।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন হু হাই ছুয়ানের কণ্ঠে ‘প্রেমের গান’ । গানের কথাগুলো এমন: স্মৃতি যেন কারাগারের মত, একাই থাকতে থাকতে আরো স্নেহশীল হয়। তুমি আমার রচনা করা প্রথম গান, তুমি ও আমি, একসাথে সুর রচনা করি। তবে পরে, আচ্ছা, আমি আছি, আমার এই প্রেমের গান। আমি গাইতে থাকি।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন হু হাই ছুয়ানের গান ‘পরবর্তী যৌবনে দেখা হবে’। গানের কথায় বলা হয়, মুহূর্তেই বিদায় বলতে হয়। আমার পুরানো বন্ধু। এই পথে দৃশ্য গানের মত, আমাদের জন্য গাইছে। যৌবন একটি লম্বা নদী। এত খুশি তুমি আমার সঙ্গে আছো। মনে সাহস, এই গভীর রাতকে পরাজিত করেছি। ঠিক যেন দূরে যাওয়া যৌবনের মত।

আচ্ছা, শুনুন গানটি।

 

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হু হাই ছুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)