উ থিয়াও রেন
2022-08-31 15:15:06

উ থিয়াও রেন চীনের মূল-ভূভাগের লোক সঙ্গীতদল। ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। সঙ্গীতদলটি তার প্রধান গায়ক ও গিটারিস্ট মাও থাও, প্রধান গায়ক ও টনিক গিটার, অ্যাকর্ডিয়ন রেন খ্য এবং ড্রামার মিয়াও ছাংচিয়াং-কে নিয়ে গঠিত।

২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত মাও থাও এবং রেন খ্য পরপর কুয়াংচৌয়ে আসেন। রেন খ্য মাও থাও’র সঙ্গীতদলে যোগ দিলে চূড়ান্ত উ থিয়াও রেন সঙ্গীতদল গঠিত হয়। তখনকার পাঁচজনকে নিয়ে গঠিত উ থিয়াও রেন সঙ্গীতদল কখনও পরিবেশন করে নি, কিন্তু নামটি রেখে দেয়া হয়। ২০০৭ সালে মাও থাও ও রেন খ্য তাঁদের সৃষ্ট শিল্প-কর্ম নিয়ে গোছগাছ করতে শুরু করেন। ২০০৮ সালে মাও থাও এবং রেন খ্য নিয়ে গঠিত নতুন উ থিয়াও রেন সঙ্গীতদলটি আনুষ্ঠানিকভাবে তাঁদের সঙ্গীত ক্যারিয়ার শুরু করেন। 

 

সঙ্গীতদল উ থিয়াও রেনের ‘হিল রোড সুদর্শন ছেলে’গানটি ২০০৯ সালের জুলাই মাসে প্রকাশিত “হাইফেংয়ের একটি গল্প” নামক অ্যালবাম থেকে নেয়া। উ থিয়াও রেন অ্যালবামের প্রযোজক ছিলেন এবং ২০১০ সালে তাঁরা অ্যালবাম দিয়ে চীনা সঙ্গীত পুরস্কারে “সেরা সঙ্গীতদল পুরস্কার” মনোনয়ন লাভ করেন।

 

২০১২ সালের মে মাসে উ থিয়াও রেন “কিছু অন্যান্য দৃশ্যাবলী” নামক অ্যালবাম প্রকাশ করেন। ২০১৫ সালের প্রথম দিকে সঙ্গীতদল ব্যাড-হেড কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে একই বছরের মার্চ মাসে তাদের তৃতীয় অ্যালবাম “কুয়াং তোং মেয়ে” প্রকাশ করেন। অ্যালবামে মোট ১৩টি গান অন্তর্ভুক্ত হয় এবং এর মধ্যে অধিকাংশ ম্যান্ডারিন ভাষার গান। আগের দু’টো অ্যালবামের মতো হাইফেং উপভাষা প্রধান হিসেবে নয়। তাহলে এখন আমি অ্যালবামের শিরোনাম গান “কুয়াং তোং মেয়ে” এবং অন্য একটি গান ‘শুভ রাত, মিস বসন্ত” দু’টো গান আপনাদের শোনাই, কেমন? 

 

২০১৬ সালের ডিসেম্বরে উ থিয়াও রেন তাঁদের চতুর্থ স্টুডিও অ্যালবাম “ড্রিম-ল্যান্ড লিসা হেয়ার সেলুন” প্রকাশ করেন। সেপ্টেম্বরে তাঁরা শানথৌ বিশ্ববিদ্যালয়ে ওপেন কনসার্টের আয়োজন করেন। ২০১৭ সালের ২৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তাঁরা সারা দেশে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। “প্রথম ভালোবাসা” হচ্ছে অ্যালবামের প্রধান গান। 

 

“হৃদয় বিদারক” গানটি চলচ্চিত্র “তুমি কি আজ রাতে একা?”এর থিম সং। গানটি দিয়ে উ থিয়াও রেন চলচ্চিত্রের সঙ্গে অদ্রবণীয় ভালবাসা চালিয়ে যান। 

 

২০২০ সালের ৩১ জুলাই উ থিয়াও রেন একক গান “টেলুরিয়ন”প্রকাশ করেন। গানটি পাশাপাশি সঙ্গীতদলটির অষ্টম অ্যালবামের (ষষ্ঠ স্টুডিও অ্যালবাম) প্রথম একক গান। 

 

অনুষ্ঠানের শেষে আমি আপনাদের উ থিয়াও রেনের আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘বিশ্বের আদর্শ’। 

 

(প্রেমা/এনাম)