‘আলো’
2022-08-30 14:03:57

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং ইউয়ে সিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ওয়াং ইউয়ে সিন, ১৯৮৯ সালের ১৯ জানুয়ারি চীনের হু নান প্রদেশের ছাং দ্য শহরে জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী, তিনি একই সঙ্গে একজন অভিনেতাও বটে।

 

২০০৭ সালে ওয়াং ইউয়ে সিন হুনান টেলিভিশনের নতুন কণ্ঠশিল্পীর লাইভ শো ‘সুপার বয়ে’ অংশ নিয়ে দেশের সপ্তম স্থান পান। ২০০৮ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘নিখোঁজ প্রেমিকা’ বাজারে আসে। ২০১২ সালে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘হাঁটা’ মুক্তি পায়।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং ইউয়ে সিনের গান ‘আলো’। গানের কথায় বলা হয়, যখন আলো অন্ধকারকে ভেঙে দেয়। যখন ঘাম জমিতে পড়ে। আস্থা শক্তি তৈরি হয়, আশার আলো ভবিষ্যত্কে উজ্জ্বল করে। সাহসের সঙ্গে সেই আলোর পিছে দৌড়াই।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ওয়াং ইউয়ে সিনের গান ‘কালো সাদা’। গানের কথাগুলো এমন: তোমার চলে যাওয়ার সেই বিকাল, মেঘ সূর্যকে লুকিয়ে রেখেছে। আকাশে সবই একাকীর গন্ধ। সাদা ও কালোর লড়াই, এখন শেষ হচ্ছে। ভুলে গেছি, কে, অশ্রু বিন্দু দিয়ে আমাকে জয় করেছে। আমি কোনো পুরস্কার চাই না, শুধু তোমাকে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ওয়াং ইউয়ে সিনের গান ‘ঠিক আছে’। গানের কথায় বলা হয়, আনন্দ হলে ঠিক আছে, এই কয়েকটি শব্দ, তোমার বলা সবচেয়ে নিষ্ঠুর কথা। আমি এই মুখটি ভালোবেসেছি। এখন কোনো অনুভূতি নেই। যদি কোনো একদিন, এই বিশ্বকে বুঝতে পেরেছো, তাহলে নিজেকে ভালোবাসবে। ভালোবাসার শেষে হল অন্ধকার।

আচ্ছা, শুনুন এই প্রেমের গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ওয়াং ইউয়ে সিনের গান ‘একজন’। গানের কথাগুলো এমন: একাই যৌবন আঁকে। একই দায়িত্ব পূরণ করে। গভীর রাতে, একাই শুয়ে থাকে। একাই নিজের চিকিৎসা করে। একাই আনন্দ হয়, দুঃখ হয়, একজন নির্ভরযোগ্য বন্ধু হয়। একাই অন্যের যত্ন নিতে পারে, একাই প্রিয় থানায় থাকতে পারে, একাই পছন্দের গান শুনতে পারে।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং ইউয়ে সিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)