সিনচিয়াংয়ের স্থল-সমুদ্র চ্যানেলের যাত্রা শুরু
2022-08-29 15:03:31

সিনচিয়াংয়ের স্থল-সমুদ্র চ্যানেলের যাত্রা শুরু

 

গত ২০ অগাস্ট সকালে সিনচিয়াংয়ের প্রথম নতুন স্থল-সমুদ্র চ্যানেলের সমুদ্র-রেল সম্মিলিত পরিবহন মধ্য এশিয়া মালবাহী ট্রেন উরুমুচি আন্তর্জাতিক স্থলবন্দর ছেড়ে যায়। এটি সিনচিয়াংয়ের এই নতুন চ্যানেলের প্রথম ট্রানজিট বাণিজ্য পণ্য।

 

মালবাহী ট্রেনটি ভিয়েতনামে উৎপাদিত ২৩ লাখ মার্কিন ডলারের আড়াই হাজার টনের চিনি বহন করে, দেশটির হাইফং বন্দর থেকে নতুন স্থল-সমুদ্র চ্যানেল সমুদ্র-রেল সম্মিলিত পরিবহন মালবাহী ট্রেনে করে কুয়াংসি হয়ে চীনে প্রবেশ করে। তারপর ছোংছিং হয়ে উরুমুচি ব্যাপক বন্ডেড জোনে আসে। উরুমুচি আন্তর্জাতিক স্থলবন্দর অঞ্চলের মধ্য এশীয় মালবাহী ট্রেনে করে, হরগোস বর্ডার দিয়ে তার কাঙ্ক্ষিত স্থান কাজাখিস্তানের আলমা-আতায় যাবে। নতুন স্থল-সমুদ্র করিডোর অপারেশন সিনচিয়াং কো. লিমিটেড মালবাহী ট্রেনের পরিবহনের দায়িত্ব পালন করছে।

 

কোম্পানির মার্কেটিং বিভাগের প্রধান জাং ইয়ুনলোং বলেন, কাজাখিস্তানের ব্যবসায়ীরা ভিয়েতনাম থেকে চিনি কিনে চীনের লজিস্টিক নেটওয়ার্কের মাধ্যমে পরিবহন করে। বর্তমানে নৌ-পরিবহন সুষ্ঠুভাবে চলে না। ভিয়েতনাম থেকে কাজাখিস্তানে যেতে সময় বেশি লাগে। সুতরাং ব্যবসায়ীরা চীনের মধ্য দিয়ে স্থল পরিবহন পদ্ধতি বাছাই করেছেন। লাইনটি কার্যকরভাবে মেরিটাইম সিল্ক রোড এবং স্থল সিল্ক রোডকে সংযুক্ত করে, পুরোপুরিভাবে উরুমুচি আন্তর্জাতিক স্থল বন্দর অঞ্চল মধ্য এশিয়া ও নতুন স্থল-সমুদ্র চ্যানেলকে সংযুক্ত করার লজিস্টিক সংযোগস্থল হিসেবে কাজ করছে।

 

মালবাহী ট্রেনের সুষ্ঠু চলাচল উরুমুচি ব্যাপক বন্ডেড জোন ট্রানজিট বাণিজ্য ফাংশন কার্যকর হবার নতুন অনুশীলন। যা পুরোপুরিভাবে রেল-সমুদ্র সম্মিলিত পরিবহনের প্রাধান্য পালন করার পাশাপাশি লজিস্টিক পরিবহনের সংমিশ্রণ বাস্তবায়ন করেছে।

 

ট্রানজিট বাণিজ্য হচ্ছে আন্তর্জাতিক লজিস্টিক সংযোগস্থলের মৌলিক ফাংশনগুলোর অন্যতম। মালবাহী ট্রেন নতুন স্থল-সমুদ্র চ্যানেল প্রদেশ, অঞ্চল ও শহর সম্মিলিত প্রাধান্যের ওপর নির্ভর করে, উরুমুচির বিদ্যমান চীন-ইউরোপ মালবাহী ট্রেনের সঙ্গে সংযুক্ত করে, আগের চীন-ইউরোপ মালবাহী ট্রেনের মাত্রা আসিয়ান পর্যন্ত সম্প্রসারিত করে উরুমুচি আন্তর্জাতিক স্থল বন্দরের ফাংশন পূর্ণাঙ্গরূপে গড়ে তুলেছে।

 

লাইনটির স্বাভাবিকীকরণ চালু করার পরিকল্পনা আছে। বর্তমানে দ্বিতীয় মালবাহী ট্রেন উরুমুচি আন্তর্জাতিক স্থলবন্দরে পৌঁছে শুল্ক বিভাগের সংশ্লিষ্ট স্থানান্তর পরিষেবা করছে।

 

 

থাই জনগণকে উপকৃত করছে চীনা ডিজিটাল প্রযুক্তি

 

থাইল্যান্ড অধিকতর ভাবে প্রবেশ সীমিত শিথিল করার সঙ্গে সঙ্গে ভ্রমণকারীদের আকর্ষণ ফুকেট পুনরায় সাড়া পড়ে গেল। স্থানীয় ব্যবসায়ী সামান্থা সময় ধরে একটি কোভিড-১৯ মহামারীর কারণে বন্ধ হওয়া হোটেল অধিগ্রহণ করেন। হোটেলের পুনর্গঠনে ইন্টারনেট, মনিটর ও রুম রেজিস্ট্রেশন ব্যবস্থাসহ বেশ কিছু ডিজিটাল হার্ডওয়্যার ও সফ্টওয়্যার সরঞ্জাম স্থাপন করতে হয়। স্থানীয় ডিজিটাল সরঞ্জাম এজেন্টের সুপারিশে সামান্থা চীনা সরঞ্জাম বাছাই করেন। এক মাস ব্যবহারের কার্যকারিতা খুবই ভাল ছিল। চীনা ব্র্যান্ড ও তাদের গুণগত-মান নির্ভরশীল বলে মনে করেন তিনি।

 

এজেন্টের পণ্য ম্যানেজার জানান, কোম্পানিটি কয়েক ডজন নেটওয়ার্ক সরঞ্জাম কোম্পানির সঙ্গে সহযোগিতা আছে। চীনা ব্র্যান্ড থাইল্যান্ডে খুবই জনপ্রিয়। এইচ৩সি কোম্পানি থাই বাজারে প্রবেশ করেছে শুধু ৩ বছর হয়েছে। কিন্তু তারা রাউটার ও সুইচসহ বেশ কয়েক ধরনের নেটওয়ার্ক সরঞ্জাম ২০ হাজারের বেশি বিক্রি করেছে। তাদের ক্লায়েন্ট থাইল্যান্ডের বিভিন্ন প্রদেশের সরকার, হাসপাতাল ও হোটেলসহ বিভিন্ন সংস্থা ও জায়গা থেকে রয়েছে।

 

ছিয়াংমাই প্রদেশের গভর্নর বলেন, চীনা প্রতিষ্ঠানের প্রযুক্তি ও সরঞ্জাম থাইল্যান্ডের রাজধানীর বাইরে বিশেষ করে দূরবর্তী এলাকার ডিজিটাল রূপান্তরে সহায়তা দিচ্ছে, যাতে আরও বেশি থাই জনগণ কল্যাণ লাভ করতে পারবে।

 

থাইল্যান্ডের পর্যটন উন্নয়ন ত্বরান্বিতকরণে চীনের ডিজিটাল প্রযুক্তি ইতিবাচক ভূমিকা পালন করে। ফাইভ-জি, ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভার্চুয়াল বাস্তবতাসহ বিভিন্ন প্রযুক্তি স্থানীয় পর্যটন মহলের ব্যবহারিক ত্বরান্বিত করতে গত ৮ অগাস্ট থাই জাতীয় পর্যটন ব্যুরো হুয়াওয়েই থাইল্যান্ড কোম্পানির সঙ্গে বুদ্ধিমান পর্যটন ডিজিটাল রূপান্তর এবং সৃজনশীল উন্নয়ন সংক্রান্ত স্মারক স্বাক্ষর করে।

 

থাই জাতীয় পর্যটন ব্যুরোর প্রধান বলেন, দেশটির পর্যটন শিল্প পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ সময়ে আছে। ডিজিটাল প্রযুক্তি আমদানি করতে দেশটির পর্যটন পণ্যের বাজার প্রতিদ্বন্দ্বিশক্তি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ। দেশটি বুদ্ধিমান পর্যটন উন্নয়ন এবং পর্যটন শিল্পের ডিজিটাল আপগ্রেড ত্বরান্বিত করায় চীনের ডিজিটাল প্রযুক্তি সহায়তা দিচ্ছে।

 

একই সময় থাইল্যান্ডের বুদ্ধিমান হাসপাতালের দ্রুত উন্নয়নও চীনা ডিজিটাল প্রযুক্তির সমর্থনে এগিয়ে চলছে। শতাধিক বছরের ইতিহাসের থাই সিরিরাজ হাসপাতালে কর্মীরা ওষুধ বক্স ৫জি চালক-বিহীন চিকিৎসা যানে রেখে ৫জি ওষুধ পরিবেশক অপারেটিং করছেন। ফাইভ-জি বুদ্ধিমান হাসপাতাল প্রকল্পের সমর্থনে হাসপাতালটি সম্প্রতি এআই-সহায়তা নির্ণয় এবং টেলি-মেডিসিনের চেষ্টা চালাচ্ছে। চিকিৎসা পরিষেবা সার্বিক বুদ্ধিমান রূপান্তর বাস্তবায়িত হচ্ছে।

 

থাইল্যান্ডের আধুনিক কৃষি উন্নয়নে চীনা প্রযুক্তি সহায়তা দেয়। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রই এট প্রদেশের রিজ ফিল্ডে নিকন মনোযোগ দিয়ে কৃষি উদ্ভিদ সুরক্ষা ড্রোনে করে কীটনাশক ওষুধ স্প্রেই করছেন। তিনি জানান, ড্রোন কৃষকদের কর্মদক্ষতা উন্নত করতে সহায়ক। কৃত্রিম কীটনাশক ওষুধ স্প্রেই দিনে শুধুমাত্র ১৬ হাজার বর্গমিটার করা যায়। কিন্তু ড্রোনে করে দিনে ৬৪ থেকে ৮০ বর্গমিটার করা যায়। দেশটির দক্ষিণাঞ্চলীয় চুমফোনে আর্লেন নিজের ডুরিয়ান বাগানে ডিজেআই কৃষি উদ্ভিদ সুরক্ষা ড্রোন দিয়ে কীটপতঙ্গ হত্যা করেন। ড্রোন নিয়ে আসা বৃহত্তম পরিবর্তন হলো কাজকর্ম সহজ হয়, ঔষধ স্প্রেই’র কাজ আরও নিরাপদ ও কার্যকর হয়।

 

থাইল্যান্ডের বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানিকে সমর্থন দেয়া এবং ডিজিটাল শ্রমশক্তি আবিষ্কার করতে সম্প্রতি দেশটির ডিজিটাল অর্থনীতি ও সমাজ মন্ত্রণালয় চীনের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যৌথভাবে থাই সদ্য প্রতিষ্ঠিত ফার্ম প্রতিযোগিতার আয়োজন করে। দেশটির তথ্য-মাধ্যম জানায়, চীনের বিজ্ঞান ও প্রযুক্তির নেতৃত্বে থাইল্যান্ড অব্যাহতভাবে ডিজিটাল মেধাশক্তির লালন-পালন মাত্রা বাড়াচ্ছে। দেশটির ডিজিটাল অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল রূপান্তর দেশটির অর্থনৈতিক বৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। সরকার এর ওপর অনেক গুরুত্ব দেয়। ডিজিটাল ব্যবস্থা থাইল্যান্ডের অর্থনীতির ভবিষ্যৎ। পাশাপাশি, থাই-চীন সহযোগিতার নতুন দিক।

 

(প্রেমা/এনাম)