সু ইয়ো পেং ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশের থাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের পপসঙ্গীত শিল্পী, টিভি ও চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক।
১৯৮৮ সালে তিনি স্কুলে সর্বোচ্চ স্কোর নিয়ে তাইপেই চিয়ানকুও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং “ছোট বাঘ” সঙ্গীতদলের সদস্য হিসেবে শোবিজে প্রবেশ করে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেন। ১৯৯২ সালে তিনি প্রথম একক অ্যালবাম “আমি শুধু চাই তুমি আমাকে ভালোবাসো” প্রকাশ করেন। “একটি মূল্যবান ব্যাক-প্যাক” ছিল সু ইয়ো পেং-এর ১৯৯৪ সালে প্রকাশিত একটি অ্যালবাম। এতে মোট ১০টি গান অন্তর্ভুক্ত হয়। অ্যালবামটি সু ইয়ো পেং ইউএফও রেকর্ডস (তাইওয়ান) কোম্পানি লিমিটেডের শ্রেষ্ঠ অ্যালবামগুলির অন্যতম। অ্যালবামে বেশ কয়েকটি গান মাস্টারপিস ছিল।
১৯৯৩ সালের জুলাই মাসে সু ইয়ো পেং তাঁর দ্বিতীয় অ্যালবাম “সেই দিন পর্যন্ত অপেক্ষা করব” প্রকাশ করেন। এটা ছিল তাঁর প্রথম অ্যালবামের চেয়ে অন্য রকম স্টাইলের একটি অ্যালবাম। অ্যালবামে “উপেক্ষা” নামক গান ছিল তাঁর নিজের সৃষ্ট। বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের সু ইয়ো পেংয়ের সৃষ্ট গান “উপেক্ষা” শোনাব, কেমন? সঙ্গে সঙ্গে শোনাব অ্যালবামের শিরোনাম গান “সেই দিন পর্যন্ত অপেক্ষা করব”।
২০০০ সালের অগাস্ট মাসে সু ইয়ো পেং দু’টো অ্যালবাম একসাথে প্রকাশ করেন। এর মধ্যে “উপলব্ধি” নামক নির্বাচিত অ্যালবামে বহু বছর ধরে তার গাওয়া অনেক গান স্থান পায়। নতুন অ্যালবাম “তুমি কি খুশি?”তে রক স্টাইলের গানও অন্তর্ভুক্ত হয়। অ্যালবামের শিরোনাম সংগীত সিঙ্গাপুরের দশটি গোল্ড সং পুরস্কার জিতে।
“আমার ভাল মন” গানটি সু ইয়ো পেংয়ের ১২তম অ্যালবাম “শুধু গভীর অনুভূতি নয়” থেকে নেয়া। অ্যালবামটিতে সু ইয়ো পেং রক, জ্যাজ ও ইলেকট্রনিক নাচ সঙ্গীতসহ বিভিন্ন স্টাইল ট্রাই করেছেন। অ্যালবামের লিরিক্সগুলিও আরও গভীর হয়ে যায় এবং সু ইয়োং পেংয়ের “বড় পুরুষের” ভাবমূর্তি প্রতিফলিত হয়। এছাড়া, তাঁর গান গাওয়ার দক্ষতাও আরও বাড়ে।
“তুমি আমার এক অশ্রুবিন্দু” সু ইয়ো পেংয়ের একটি গান। গানটি তাঁর ২০০৪ সালের জুন মাসে প্রকাশিত একক অ্যালবাম “আগে পরে” থেকে নেয়া। গানটি পাশাপাশি তাঁর অভিনীত টিভি নাটক “এজিয়ান সাগরের প্রেম”র শেষ গান।
গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের সু ইয়ো পেংয়ের অন্য আরেকটি গান শোনাব। গানের নাম “৩৬৫টি স্বপ্ন”।
(প্রেমা/এনাম)