সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ হয়েছে, বিশেষ করে বাণিজ্য খাতে। সম্প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ সফর করেন এবং এবারের সফরে বাণিজ্য খাতে দু’দেশের মধ্যে সহযোগিতা আরো ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মহামারী-উত্তর আমলে দু’দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এ প্রেক্ষাপটেই আজকের আসরে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনাব আল-মামুন মৃধা। বর্তমানে তিনি বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন, কথা বলি জনাব আল মামুন মৃধার সঙ্গে।