চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলার পর্দা উঠছে বুধবার
2022-08-25 16:07:14

অগাস্ট ২৫: আসন্ন চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা আগামী ৩১ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চীনের জাতীয় সম্মেলন কেন্দ্র ও শৌ কাং উদ্যানে অনুষ্ঠিত হবে। চলতি বছরের মেলার প্রতিপাদ্য হচ্ছে ‘পরিষেবামূলক সহযোগিতায় উন্নয়ন সাধন এবং সবুজ উদ্ভাবনে ভবিষ্যৎ সংবর্ধনা”। তাতে ৬টি অনুষ্ঠান থাকবে। এ মেলার বিশ্বায়ন ও পেশাদারিত্বের মান আরও উন্নত হয়েছে।

 

এবারের মেলায় সংমিশ্রণী ও থিম প্রদর্শনী থাকবে। সংমিশ্রণী প্রদর্শনীতে থাকবে চীনের পরিষেবা বাণিজ্যের অগ্রগতি সংক্রান্ত প্রদর্শনী, প্রাদেশিক ও আঞ্চলিক প্রদর্শনী, নানা দেশের প্রদর্শনী ইত্যাদি। আর থিম প্রদর্শনীতে থাকবে পরিবেশ, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য, সরবরাহ চেইন এবং বাণিজ্যসহ নানা পরিষেবামূলক প্রদর্শনী।

 

রাজধানী প্রদর্শনী গ্রুপের পরিষেবা বাণিজ্য মেলার কেন্দ্রীয় প্রদর্শনী গ্রুপের পরিচালক লিউ ইয়ুন সিয়ে জানিয়েছেন,‘২০২২ সালের পরিষেবা বাণিজ্য মেলায় পরিবেশ পরিষেবা প্রদর্শনী প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশের কৌশলকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে এ থিম প্রদর্শনী আয়োজিত হবে।’

 

মেলার ৯টি থিম প্রদর্শনীর অন্যতম হিসেবে চলতি বছরের শিক্ষা পরিষেবা প্রদর্শনীর প্রতিপাদ্য হচ্ছে: গুণগত মান সম্পন্ন শিক্ষা দিয়ে ভবিষ্যৎ পরিচালনা করা। তা দেশি-বিদেশি ৬০টিরও বেশি আন্তর্জাতিক শিক্ষা সংস্থা, শিক্ষামূলক প্রযুক্তি প্রতিষ্ঠান এবং শিক্ষামূলক অলাভজনক সংস্থাকে আকর্ষণ করেছে। জানা গেছে, মেলা চলাকালে শিক্ষা-বিষয়ক ফোরামের পাশাপাশি প্রথমবারের মতো থিম আলোচনাসভা আয়োজিত হবে।

 

বেইজিং সরকারের শিক্ষা কমিটির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের মহাপরিচালক চি সিয়াও চ্য বলেন,


 

‘আমরা উন্মুক্ততা ও তৎকালীন মিথষ্ক্রিয়াকে প্রাধান্য দিচ্ছি। শিক্ষাদানের বিভিন্ন প্রক্রিয়ায় প্রযুক্তির মাধ্যমে মিথষ্ক্রিয়ামূলক দৃশ্য তৈরি হয়। অনলাইন ও অফলাইনে এটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের শীর্ষ-ফোরামে আমরা মেধা শিক্ষা, আন্তর্জাতিক তুলনামূলক শিক্ষা, পেশাদার শিক্ষা ও পারিবারিক শিক্ষা নিয়ে গভীরভাবে আলোচনা করবো।’

 

শিক্ষা প্রদর্শনীতে চলতি বছর প্রথমবারের মতো সরকারী আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। চীন-আসিয়ান কেন্দ্র দু’পক্ষের তথ্য ও অনুষ্ঠান কেন্দ্রের ভূমিকা পালন করবে। সিল্ক রোড কারিগর আন্তর্জাতিক সহযোগিতা জোট ভোকেশনাল স্কুল এবারের মেলায় স্কুলটির মেজরগুলির বৈচিত্র্য এবং বিশ্বায়নের উন্নয়ন প্রকল্পের লীগ প্রতিযোগিতাসহ নানা বিষয় তুলে ধরবে।

 

এ পর্যন্ত পরিষেবা বাণিজ্য মেলার বিভিন্ন প্রস্তুতি-কাজ সম্পন্ন হয়েছে। আরব আমিরাত, জার্মানি ও বৃটেনসহ ৫৯টি দেশ, বিশ্ব জলবায়ু সংস্থা ও ইউনেস্কোসহ ১২টি আন্তর্জাতিক সংস্থা পৃথকভাবে মেলায় অংশ নেবে। আরব আমিরাত, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, নরওয়ে, পাকিস্তানসহ ১০টি দেশ প্রথমবারের মতো তাদের নিজ দেশের নামে মেলায় অংশগ্রহণ করবে।

 

চীনের উপ-বাণিজ্যমন্ত্রী শেং ছিউ পিং বলেছেন,‘এবারের মেলায় অফলাইনে ৪০০টিরও বেশি বিশ্বের শীর্ষ ৫০০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নেবে। বিশ্বায়নের হার ২০.৮ শতাংশ, যা গতবারের তুলনায় ৩ শতাংশ বেশি। মেলা পরিষেবা খাতের জাতীয়, আন্তর্জাতিক ও মিশ্রণ মহামেলা হিসেবে চীনের পরিষেবামূলক ভোগ্য দিকনির্দেশনা করার পাশাপাশি ভোগ্য পুনরুদ্ধার ও উন্নয়ন দ্রুততর করবে, যা বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে চীনের পরিষেবা বাজারে মিলিত হতে সার্বিক সুযোগ প্রদান করবে। চীনের প্রতিষ্ঠানগুলোকে দেশীয় ও আন্তর্জাতিক দুটি বাজার ও দু’টি সম্পদের যথার্থ ব্যবহারের জন্য লেনদেনের প্ল্যাটফর্ম প্রদান করবে এ মেলা।'

 

 (রুবি/এনাম/শিশির)