বিশ্বের রাজনৈতিক সভ্যতা বিকাশে চীনা প্রজ্ঞা প্রসঙ্গ
2022-08-25 16:30:57

অগাস্ট ২৫: গত ১৬ই অগাস্ট চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগ "চীনের দশক" থিমের ওপর ধারাবাহিক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। কেন্দ্রীয় কমিটির যুক্তফ্রন্ট কর্ম-বিভাগের নেতৃবৃন্দ এবং চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র কমিটি নতুন যুগে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বহু-দলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। সিপিসি-র কেন্দ্রীয় কমিটির ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টের ডেপুটি মিনিস্টার চেন সু প্রেস ব্রিফিংয়ে বলেন, গত এক দশকে চীনের নতুন রাজনৈতিক দলব্যবস্থা নতুন যুগের সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং নতুন অগ্রগতি অর্জন করেছে।

চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বহুদলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শব্যবস্থা চীনের একটি মৌলিক রাজনৈতিক ব্যবস্থা। এই ব্যবস্থা শুধু চীনা মাটিতে শিকড় গেড়েছে ও চীনা প্রজ্ঞা প্রদর্শন করেছে, এমন নয়, এটি সক্রিয়ভাবে মানব রাজনৈতিক সভ্যতার অসামান্য অর্জনগুলো থেকে শিখেছে ও এর বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করেছে। এটি চীনের একটি নতুন ধরনের পার্টিব্যবস্থা। কেন্দ্রীয় কমিটির ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টের ডেপুটি মিনিস্টার চেন জু বলেন, গত এক দশকে চীনের নতুন রাজনৈতিক দলব্যবস্থার শীর্ষ-স্তরের নকশা স্পষ্টতর হয়েছে, কাঠামোব্যবস্থা আরও সম্পূর্ণ হয়েছে, রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন আরও বেশি কার্যকর। তিনি বলেন,

"চীনের নতুন রাজনৈতিক দলব্যবস্থা একটি অনন্য নতুন পার্টি রাজনৈতিক মডেল, যা আমার দেশের জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে, জাতীয় সংবিধানের ওপর ভিত্তি করে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠেছে, যার মধ্যে পার্টির বিধিবিধান সমন্বিত হয়েছে। নতুন যুগে বিগত ১০ বছরের বড় পরিবর্তনের মধ্যে, চীনা কমিউনিস্ট পার্টি একটি শক্তিশালী নেতৃত্বের ভূমিকা পালন করেছে। সকল গণতান্ত্রিক দল এবং চীনা কমিউনিস্ট পার্টি একসঙ্গে কাজ করতে চায়, একসাথে দাঁড়াতে চায়। এটি একটি ভালো ব্যবস্থা হিসেবে প্রমাণিত হয়েছে।”

চেন সু বলেন, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ও বহুদলীয় সহযোগিতা রাজনৈতিক ঐক্য ও শৃঙ্খলা এবং স্বৈরাচারবিহীন একদলীয় নেতৃত্বের প্রতিফলন ঘটায়। এখানে দ্বন্দ্ব ছাড়া দলীয় সহযোগিতা দৃশ্যমান। তত্ত্বাবধানের অনন্য ব্যবস্থা বহু-দলীয় সহযোগিতার জন্য জোরালো প্রাণশক্তি নিশ্চিত করে। নতুন পার্টি সিস্টেম, চীনের একটি অনন্য সিস্টেম হিসাবে, চীনের জাতীয় অবস্থার জন্য উপযুক্ত। বিশ্বের রাজনৈতিক দলগুলোর বিকাশের ইতিহাসে এটি একেবারে নতুন পার্টি রাজনৈতিক মডেল তৈরি করেছে। তিনি বলেন,

"শাসকদল হিসাবে, চীনা কমিউনিস্ট পার্টি গণতান্ত্রিক দলগুলোকে রাজনৈতিক বিষয়ে, গণতান্ত্রিক তত্ত্বাবধানে এবং চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে রাজনৈতিক পরামর্শে অংশগ্রহণকে সমর্থন করে; এসব দলের বৈশিষ্ট্য ও প্রতিভাকে কাজে লাগায়, এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তাদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করে। এতে চীনা কমিউনিস্ট পার্টি আরও ভালোভাবে দেশ শাসন করতে পারে। বহু-দলীয় সহযোগিতা ব্যবস্থায়, প্রাতিষ্ঠানিক, মানসম্মত ও পদ্ধতিগত ব্যবস্থা অনুসারে, বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রচারের জন্য বিভিন্ন মতামত ও পরামর্শ কেন্দ্রীভূত করা হয়।"

সিপিপিসিসি হলো সমাজতান্ত্রিক পরামর্শমূলক গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল এবং বিশেষ পরামর্শমূলক সংস্থা, জাতীয় শাসনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং চীনা বৈশিষ্ট্যসম্পন্ন ব্যবস্থা। সিপিপিসিসি-র জাতীয় কমিটির ডেপুটি সেক্রেটারি-জেনারেল চৌউ চিয়াই বলেন, বিশেষ পরামর্শদাতা হিসাবে নতুন যুগে সিপিপিসিসি আরও কার্যকর হয়েছে।  সিপিপিসিসি’র ১৩তম জাতীয় কমিটি একটি সামগ্রিক, মৌলিক এবং কৌশলগতভাবে বিশেষ পরামর্শদাতা হিসেবে কাজ করে যাবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)