‘বাতাসের যাত্রী’
2022-08-24 17:22:08

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আ ইয়ুন কা’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

আ ইয়ুন কা, ১৯৮৯ সালের ২৩ অক্টোবর চীনের ইনারমঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন অপেরা শিল্প ও পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেতাও বটে।

 

২০১৬ সালে আ ইয়ুন কা চায়না মিডিয়া গ্রুপের বসন্ত উত্সবের গালার মঞ্চে গান পরিবেশন করেন। একই বছর তাঁর প্রথম অ্যালবাম ‘সিলা তৃণভূমি’ মুক্তি পায়। ২০২০ সালে তিনি তৃতীয়বারের মত চায়না মিডিয়া গ্রুপের বসন্ত উত্সব গালার মঞ্চে ওঠেন।

 

বন্ধুরা, এখন শুনুন আ ইয়ুন কা’র কণ্ঠে ‘বাতাসের যাত্রী’। গানের কথায় বলা হয়, এই জীবন, যেন একটি স্বপ্নের মতো। সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখি, অস্তাগামী সূর্যের পিছে দৌড়াই। এই যাত্রায়, মুখে অশ্রু থাকার কথা না। কে দেখেছে, সেই সুন্দর সূর্যাস্ত, আগামীকালকে চূড়ান্ত যাত্রা হিসেবে দেখো। কে জানে, এই বিদায় কত নিষ্ঠুর। কেন চোখে অনুতাপ আছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন আ ইয়ুন কা’র গান ‘ভাগ্যের সঙ্গে লড়াই’। গানের কথায় বলা হয়, তারে বুকের ভিতরে রাখি। কে সবচেয়ে শক্তিশালী, কেয়ার করি না। সরে গেলেও সমস্যা নেই। সবচেয়ে দূরে তাকাই। এই বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা আমি চাই না। শুধু স্বাধীনতা চাই। অসীম কল্পনাকে পরাজিত করতে চাই।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন আ ইয়ুন কা’র গান ‘স্বপ্নের পিছে ছোটা’। গানের কথাগুলো এমন: হাজারবার চর্চা করি, শুধুই এই কৌশল মনে রাখি। যৌবনের সংগ্রামের সময় অনেক মূল্যবান। আসুন, প্রতিযোগিতার মঞ্চে আমরা নিজের সামর্থ্য দেখাই। প্রতিদিন, প্রতিবছরের চেষ্টা, শুধুই এবার অনুশীলনের জন্যই। দেখুন, লড়াইয়ের মাঠে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি। স্বপ্নের পিছে দৌড়াই, সব হাসিমুখ আমার কাছে সুখের প্রতীক।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আ ইয়ুন কা’র গান ‘জয় করা’। গানের কথাগুলো এমন: জয় হওয়ার পদ্ধতি খুঁজে পেয়েছি। দেখতে স্বাস্থ্যবান তুমি, মনে এত ক্ষত! আমি এই যুদ্ধের বন্দী। এভাবে তুমি আমার মনকে জয় করেছো।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আ ইয়ুন গা’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)