‘ওড়া’
2022-08-24 17:26:22

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী মা থিয়ান ইয়ু’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

মা থিয়ান ইয়ু, ১৯৮৬ সালের ১২ জুলাই চীনের শানতুং প্রদেশের দ্য চৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী ও অভিনেতা। তিনি বেইজিং ফিল্ম একাডেমি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

 

ছোটবেলায় মা থিয়ান ইয়ু-এর জীবন ছিল খুবই কষ্টের। ৫ বছর বয়সে তিনি মা-কে হারান। মধ্য-শরত্ উত্সবে তার মা মারা যান। তখন থেকে তিনি আর মধ্য শরত্ উত্সব পালন করেন না। পরিবারের ঋণের কারণে তাঁর বাবা বাসা থেকে অনেক দূরে চলে যান। তিনি ও তার দুই বড় বোন দাদা-দাদির সঙ্গে জীবনযাপন করতো। ১৬ বছর বয়সে তিনি চাকরি করা শুরু করেন।

পানশালায় কাজ করার সময় তিনি সংগীত মহলের কয়েকজনের সঙ্গে পরিচিত হন। তাঁরা মা থিয়ান ইয়ুকে অভিনয়ে উত্সাহ দেন। তিনি এই প্রস্তাব গ্রহণ করেন।

 

বন্ধুরা, এখন শুনুন মা থিয়ান ইয়ু’র গান ‘ওড়া’। গানের কথায় বলা হয়, স্বপ্নে অনেক দিন ধরে খুঁজি। বাতাস আমাকে নিয়ে যাওয়ার অপেক্ষা করে। বাতাসের কথা শুনি। সেখানে হাজার হাজার রং আছে। হয়ত কোনো এক দিন বুঝতে পারি, আকাশের দুঃখ কী। দূরের দিকে তাকাই, আমাকে বলে, সবচেয়ে সুন্দর হল সূর্যাস্তের রং।
আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন মা থিয়ান ইয়ু’র গান ‘আতশবাজির আলো’। গানের কথায় বলা হয়, কখনোই ভুলে যাই না, তোমার সঙ্গে সেই চাঁদনি রাতের কথা। তোমার জন্য লেখা গানটি আবার গাইতে চাই। রাতের আকাশ বিশৃঙ্খল তবুও সুন্দর। তুমি বলেছো, আতশবাজির আলোর মতো, সবসময় আমার পাশে থাকতে পারো না। তখন সুখের সুর, তারার আকাশে, নিজেই গান গাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন মা থিয়ান ইয়ু’র গান ‘এই স্নেহ’। গানের কথাগুলো এমন: আমরা এই নিখুঁত পরিণাম তৈরি করি। যেন আগের প্রতিশ্রুতির মত। নিজেকে জিজ্ঞেস করি, ভালোবাসার খেলার কোনো নিয়ম আছে কি? কীভাবে সমস্যার মুখোমুখি হবো। মুখে বলি সমস্যা নেই, তবে মনে অশ্রু আসে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই মা থিয়ান ইয়ু’র আরেকটি গান। গানের নাম ‘পৃথিবীর শেষ প্রান্তে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী মা থিয়ান ইয়ু’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)