চীন হচ্ছে আফ্রিকার ভালো বন্ধু: নাইজেরিয়ান বিশেষজ্ঞ
2022-08-22 17:07:08

আগস্ট ২২: চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের মতৈক্যসমূহ বাস্তবায়নবিষয়ক একটি সভা গত ১৮ই অগাস্ট ভিডিও-সংযোগের মাধ্যমে আয়োজিত হয়। এবারের সভায় চীন-আফ্রিকা সুসম্পর্কের প্রতি দৃঢ় সমর্থন এবং চীন ও আফ্রিকার হাতে হাত রেখে নতুন যুগের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে।      


নাইজেরিয়া শান্তি ও সংঘর্ষ মোকাবিলা ইনস্টিটিউটের সিনিয়র গবেষক ওবোশি অ্যাজিয়েনো বলেন, চীন বরাবরই আফ্রিকার ভালো বন্ধু। দু’পক্ষ একযোগে কঠোর সময় কাটিয়েছে এবং একযোগে বিভিন্ন সমস্যা মোকাবিলা করেছে।  

        

১৮ই অগাস্ট আয়োজিত সংশ্লিষ্ট সভায় বিভিন্ন পক্ষ নতুন যুগে চীন-আফ্রিকা অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠাকাজ এগিয়ে নেওয়া, উন্নয়নশীল দেশসমূহের একতা ও সহযোগিতা জোরদার করা, এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামকে আরও এগিয়ে নেওয়াসহ একাধিক বিষয়ে একমত হয়। সিনিয়র গবেষক ওবোশি অ্যাজিয়েনো মনে করেন, আফ্রিকা ও চীনের ঐতিহ্যিক বন্ধুত্ব উন্নত করা এবং আফ্রিকা-চীন একতা ও সহযোগিতা মজবুত করার জন্য এবারের সভা ছিল তাত্পর্যপূর্ণ। তিনি বলেন,  “চীন বরাবরই আফ্রিকার ঐতিহ্যিক বন্ধু। আফ্রিকার উন্নয়নকে চীন বরাবরই সমর্থন করে আসছে। আফ্রিকান হিসেবে, আমরা অনেক কৃতজ্ঞ।”


চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবারের সভায় চীন-আফ্রিকা একতা আরও উন্নত এবং সত্যিকারের অর্থে নতুন যুগের চীন-আফ্রিকা অভিন্ন লক্ষের কমিউনিটি প্রতিষ্ঠার জন্য ৫-দফা প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সংশ্লিষ্ট দিক্-নির্দেশনার আলোকে, চীন পারস্পরিক সম্মান, সমতা, আন্তরিকতা, ও সহযোগিতার ভিত্তিতে, আফ্রিকার ভালো অংশীদার হতে চায়। আফ্রিকার দেশসমূহের নিজেদের পথে এগিয়ে যাওয়াকে চীন দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে। এ সম্পর্কে ওবোশি অ্যাজিয়েনো মনে করেন, চীন বরাবরই আফ্রিকার ভালো বন্ধু। দু’পক্ষ একযোগে কঠোরতা অতিক্রম করেছে এবং বিভিন্ন সমস্যা সমাধান করেছে। তিনি বলেন, “আমি মনে করি, দীর্ঘমেয়াদে, আফ্রিকার পদ্ধতিতে আফ্রিকার সমস্যা সমাধানের প্রচেষ্টাকে চীন সমর্থন দিয়ে আসছে। আফ্রিকাকে নিজের পদ্ধতিতে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে চীন সাহায্য করে আসছে। চীনের আচরণ সত্যিকারের ভালো বন্ধুর আচরণ।’  


তিনি সিএমজি-র সাংবাদিককে আরও বলেন,  “আফ্রিকান হিসেবে, আমাদের নীতিনির্ধারক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পণ্ডিত ও গবেষকদের উচিত নতুন পদ্ধতিতে আফ্রিকা-চীন সম্পর্ক আরও উন্নত করা, একযোগে নতুন যুগের চীন-আফ্রিকা অভিন্ন লক্ষ্যের কামিউনিট প্রতিষ্ঠা করা, এবং আফ্রিকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য অবিরাম কাজ করে যাওয়া।’


(আকাশ/আলিম)