রোববারের আলাপন-অলিম্পিক চ্যাম্পিয়ন সেন লি চুন-এর গল্প
2022-08-21 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।


বন্ধুরা, আজ আমরা আগের মতোই অলিম্পিক খেলোয়াড়দের গল্প আপনাদের সাথে শেয়ার করব, কেমন?


গত বছরের ২৫ জুলাই টোকিও অলিম্পিক গেমসের পুরুষদের ৬৭ কেজি ভারোত্তোলনের ফাইনালে সেন লি চুন চীনা প্রতিনিধি দলের হয়ে ষষ্ঠ স্বর্ণপদক অর্জন করেন। তিনি দুটি অলিম্পিক গেমসের নতুন রেকর্ডও সৃষ্টি করেন। 


তবে, যদি আপনি তাঁর জীবনের যাত্রা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন তিনি কতটা কষ্ট অতিক্রম ও সমস্যা মোকাবিলা করে অবশেষে এ অবস্থানে দাঁড়াতে পেরেছেন। 


সেন লি চুন চীনের হু নান প্রদেশের একটি কৃষক পরিবারের সন্তান। তিনি ভারোত্তোলন প্রশিক্ষণ শুরু করার সময় তাঁর পিতা ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হন। তিনি বিছানা থেকে আর উঠতে পারেননি। 


এটি ছিল তাঁর পরিবারের জন্য বড় একটি আঘাত। পরিবারে তখন তাঁর বয়স্ক নানী ও অসুস্থ ছোট ভাইও ছিলেন। সেন লি চুনের মা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিতে পরিণত হন। তাঁর বেতন ছিল দিনে মাত্র ৪০ ইউয়ান। কিন্তু ওই টাকায় তাঁর গোটা পরিবারকে চালাতে হতো। 


কঠিন জীবনের অভিজ্ঞতা থেকে সেন লি চুন অধ্যবসায়ের চেতনা লাভ করেছেন। তিনি আরও জোরালো প্রচেষ্টা চালাতে থাকেন। 


২০১৩ সালে সেন লি চুন বিশ্ব ভারোত্তোলনে চ্যাম্পিয়ন হন। ২০১৫ সালে তিনি আবারও চ্যাম্পিয়ন হন।  সেসঙ্গে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। 


অবশেষে তিনি কিছু টাকা উপার্জন করেন এবং তা দিয়ে তিনি তাঁর পরিবারের সব ঋণ পরিশোধ করেন। 


২০১৬ সালে ২৩ বছর বয়সী সেন লি চুন প্রথমবার অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেন। তবে, সে বারের রিও অলিম্পিক গেমসে তিনি ব্যর্থ হন। এরপর আরেকটি প্রতিযোগিতায় তিনি গুরুতরভাবে আহত হন। তার বাহুর পেশিতে আঘাত পান। 


তবে, অস্ত্রোপচারের মাত্র ছয় মাস পর তিনি পুনরায় সুস্থ হয়ে ওঠেন। তিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও পরে টোকিও অলিম্পিক গেমসে স্বর্ণপদক লাভ করেন। তবে, এজন্য তিনি কতটা কষ্ট ও অধ্যবসায় করেছেন তা সহজেই অনুমেয়। 


আমি ভাবছি, জীবনের প্রতিটি দুঃসময় আমাদের জন্য একটি উন্নতির সুযোগ। আমরা তার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে পারি। দুঃসময় আমাদের সামনে এগিয়ে চলার পথ দেখায়। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ।