সারা বিশ্বে উচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
2022-08-21 21:00:42

চলমান গ্রীষ্মকালে আমরা সবাই উচ্চ তাপমাত্রার চরম দুর্ভোগ পোহাচ্ছি। পরিসংখ্যান থেকে জানা গেছে, বিশ্বের বিভিন্ন স্থানে এই সময়ে উচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চীন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত, ফ্রান্স, বৃটেন, জার্মানি, স্পেন, পর্তুগাল, ও ইতালিসহ নানা দেশে ৪০ ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রা দেখা গেছে। এটি অস্বাভাবিক একটি রেকর্ড।

 

আমাদের বিশ্বে কী হয়েছে? জাতিসংঘের দুর্যোগ প্রতিরোধ দপ্তরের এক প্রতিবেদন থেকে জানা গেছে, আগের ২০ বছরের তুলনায়, একবিংশ শতাব্দীর প্রথম বিশ বছরে বিভিন্ন দুর্যোগ ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে উচ্চ তাপমাত্রার পরিমাণ ২৩২ শতাংশ বেড়েছে। ঝড়-বৃষ্টির পরিমাণ ১৩৪ শতাংশ এবং বিভিন্ন তুফানের পরিমাণ ৯৭ শতাংশ বেড়েছে।

 

সে সব দুর্যোগের আড়ালে সবাইকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই সাধারণ মানুষের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব আর দূরের কথা নয়, বরং এটি সবাইকে প্রভাবিত করছে। আমাদের এ প্রজন্মের মানুষেরা আরও বেশি জলবায়ু সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

চরম জলবায়ু সমস্যা আরও দেখা দেওয়ার পর অনেকে জলবায়ু সংকটের গুরুতর প্রভাব লক্ষ্য করেছে। এ গুরুতর প্রভাব শুধু মানব জাতির স্বাস্থ্যের ক্ষতি করছে, তা কিন্তু নয়। সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয় ৪৩টি দেশের ৭৩২টি স্থানে ব্যাপকভাবে জরিপ করেছিল। জরিপের ফলাফল থেকে জানা গেছে, ১৯৯১ থেকে ২০১৮ সালের গ্রীষ্মকালের চরম তাপমাত্রায় প্রতিবছর ১ লাখেরও বেশি মানুষ নিহত এবং এ ৩০ বছরে মোট ১০ লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

 

চলতি বছর দক্ষিণ ইউরোপের চরম তাপমাত্রায় এ পর্যন্ত ৫ হাজার মানুষ নিহত হয়েছে, যা রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিহত বেসামরিক মানুষের তুলনায় অনেক বেশি।

 

অন্য একটি গবেষণা থেকে জানা গেছে, জলবায়ু পরিবর্তন শিশুদের আরও গুরুতর ক্ষতি করে। গত ১০ বছরে জলবায়ু পরিবর্তনে ৭ লাখ ১১ হাজার পাঁচ ও তার চেয়ে কম বছর বয়সী শিশু নিহত হয়েছে।

 

সাহারা মরুভূমির দক্ষিণ আফ্রিকায় উচ্চ তাপমাত্রায় শিশুদের মৃত্যুর হার জলবায়ু পরিবর্তনের প্রভাবের চেয়ে দ্বিগুণ বেড়েছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য-বিষয়ক কর্মকর্তা ম্যারিয়া নেইরা বলেছেন, জলবায়ু পরিবর্তন বিভিন্ন দিক থেকে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে। উচ্চ তাপমাত্রায় মানুষ শুধু রোগে আক্রান্ত হয় না, বরং তাদের স্বাস্থ্যের স্তম্ভ বা খাদ্য অর্জনকে প্রভাবিত করে। চরম তাপমাত্রায় মানুষ কৃষির ভালো ফসল পায় না এবং পানির অভাবে পড়তে বাধ্য হয় ।

 

মানব জাতির খাদ্য সরবরাহ জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯৯১ থেকে ২০১৭ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্র ২,৭০০ কোটি মার্কিন ডলারের খাদ্যশস্য ক্ষতিগ্রস্ত হয়। ২০১৫ সালে ইথিওপিয়ায় খরায় ১ কোটি মানুষ প্রভাবিত হয়েছে।

 

গত মে মাসে জাতিসংঘ প্রকাশিত ‘খরার পরিসংখ্যান প্রতিবেদন’ থেকে জানা গেছে, ১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত সারা বিশ্বে খরায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল ১২,৪০০ কোটি মার্কিন ডলার।

 

ইউরোপীয় অর্থনীতিবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা অনুমান করে বলছেন, গত ১০ বছরে উচ্চ তাপমাত্রার কারণে ইউরোপে বার্ষিক জিডিপির প্রবৃদ্ধির হার ০.৫ শতাংশ কমেছে। আরও আশঙ্কাজনক যে, চলতি বছর ইউরোপে উচ্চ তাপমাত্রায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আগের দশকের মোট পরিমাণের চেয়ে দ্বিগুণ বেশি হবে।

 

বিশ্ব জলবায়ু সংস্থার মহাসচিব বলেছেন, চরম তাপমাত্রা অধিক থেকে অধিকতর-ভাবে দেখা দেবে। আমরা আরও চরম আবহাওয়া দেখতে পাবো। আমরা যেভাবে ব্যাপক পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন করছি, তার কুপ্রভাব অনেক বছর ধরে স্থায়ী হবে। বিশ্বব্যাপী নির্গমন কমানো বাস্তবায়িত হয়নি। সব দেশের সরকারকে এ ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

 

মারিয়া নেইরা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে শূন্য কার্বন-ডাই-অক্সাইড নির্গমন বাস্তবায়ন, পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ব্যবস্থাসহ সবার যৌথ প্রচেষ্টা।

 

রুবি/এনাম