অগাস্ট ২১: গতকাল (শনিবার) জাতীয় চলচ্চিত্র ব্যুরোর নির্দেশনায় চায়না মিডিয়া গ্রুপ এবং বেইজিং পৌর গণসরকারের উদ্যোগে অনুষ্ঠিত দ্বাদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব সুষ্ঠুভাবে শেষ হয়েছে।
বারো বছর ধরে বেইজিং চলচ্চিত্র উত্সব অনুষ্ঠিত হচ্ছে ও উন্নত হচ্ছে। এ সময় আন্তর্জাতিক চলচ্চিত্রের সঙ্গে চীনের চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ও রাজধানীর একটি সাংস্কৃতিক পরিচিতিও গড়ে উঠছে।
বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ‘মানুষ ও প্রকৃতির ঐক্য এবং উভয়ের সুন্দর গড়ে তোলার’ চিন্তাধারা মেনে চলা হয় এবং এর বিচারকের দায়িত্ব পালন করতে সাতজন দেশি বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। পুরস্কারের জন্য বিশ্বের মোট ১৪৫০টি মুভি তালিকাভুক্ত করা হয়। সেগুলোর মধ্যে ৮৮টি দেশ ও অঞ্চলের মোট ১১৯৩টি মুভি আছে। এই সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ এবং এতে বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের বিচিত্র্য ফুটে ওঠে।
অবশেষে’ দ্য ব্লাইন্ড ম্যান হু ডিন নট ওয়ান্ট টু সি টাইটেনিক (The Blind Man Who Did Not Want To See Titanic) চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। চলচ্চিত্রের নায়ক পেত্রি পোকোলাইনিং শ্রেষ্ঠ অভিনেতার খেতাব পান। ‘song of spring’ মুভির নায়িকা উ ইয়েন চুন শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব পান। আনরেস্ট (Unrest) মুভিটি সেরা ফটোগ্রাফির পুরস্কার লাভ করে। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন দ্য ফামিলি (The Family) চলচ্চিত্রের পরিচালক ফ্যাবিয়েন গুর্জেট। আনরেস্ট মুভিটি শ্রেষ্ঠ শৈল্পিক অবদানের পুরস্কার জয় করেছে। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হয়েছেন কল জেন (Call Jane) মুভির সিগনি ওয়েভের।
লিলি/তৌহিদ/শুয়ে