"হাইড্রোজেন বেলুন" স্প্রেয়ার ব্যবহার করছেন চীনের চাষীরা
2022-08-19 17:37:41

আগস্ট ১৯: গত ১৮ই আগস্ট চিয়াংসুর সুছিয়ানে সিহং জেলার  সুনইউয়ান টাউনের জাংশি গ্রামের ধানক্ষেতে একটি "হাইড্রোজেন বেলুন" স্প্রেয়ার ব্যবহার করা হয়।

ধানের রোগ ও পোকামাকড় প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য এখন গুরুত্বপূর্ণ সময়। চিয়াংসু প্রদেশের সুনইউয়ান টাউনে কৃষকরা ধানের রোগ ও পোকামাকড় প্রতিরোধ করার জন্য তাদের নিজস্ব "হাইড্রোজেন বেলুন" স্প্রেয়ার তৈরি করেছেন। সাধারণত একটি "হাইড্রোজেন বেলুন" স্প্রেয়ার প্রতিদিন ২০ হেক্টর জমিতে ওষুধ স্প্রে করতে পারে। (ইয়াং/আলিম/ছাই)