ড. মোঃ শাহাবুল হকের সাক্ষাত্কার
2022-08-19 17:46:05


 আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সঙ্গে যোগ দিচ্ছেন অধ্যাপক ড. মোঃ শাহাবুল হক। তিনি ২০০৬ সাল থেকে পলিটিক্যাল স্টাডিজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, বাংলাদেশ-এর একজন অনুষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।  তিনি চীনে অধ্যয়নকারী বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই ABCA এর মহাসচিব এবং চীনে অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন BCYSA এর প্রতিষ্ঠাতা সভাপতি । পাশাপাশি, তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাইনিজ কর্নারের সমন্বয়কারী। তিনি পিএইচডি করেছেন বেইজিং নর্মল বিশ্ববিদ্যালয়ে। জনাব হক ২০১২ সালে নেদারল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অভিবাসন ও সামাজিক সংহতি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। শিক্ষকতা জীবন শুরুর আগে তিনি বাংলাদেশের দৈনিক ইত্তেফাকের স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন। তো, চলুন তাঁর সঙ্গে কথা বলা যাক।