কফি হাউসের আড্ডা চীন-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা এবং বিআরআই সহযোগিতা নিয়ে অধ্যাপক মাসুম ইকবালের অভিমত
2022-08-19 18:07:59

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ সফর করেন এবং তার উপস্থিতিতে দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা-স্মারক স্বাক্ষরিত হয়। তাঁর এবারের সফরের তাত্পর্য এবং চীন-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলাপ করব অধ্যাপক মাসুম ইকবালের সঙ্গে। তিনি বর্তমানে ড্যাফোডিল ইন্টারনেশনল ইউনিভার্সিটির বিজনেজ অ্যান্ড আন্ট্রেপ্রেনারশিপ বিভাগের অধ্যাপক এবং পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ‘বেল্ট অ্যান্ড রোড’ গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তা ছাড়া, তিনি এশিয়াটিক সোসায়েটির সদস্য এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গবেষণাকেন্দ্রের সদস্য। চলুন, কথা বলি ড. মাসুম ইকবালের  সঙ্গে।