আপন আলোয়-৮২
2022-08-19 14:23:42

 

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে শাস্ত্রীয় বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম।

 

 

 

 

 

 

 

 

 

 

 

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য

বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

 

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আর চলচ্চিত্র জগতের তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজন করা হয় এই চলচ্চিত্র উৎসবের ১২তম আসর। এ উৎসবে যোগ দেয় দেশ-বিদেশের চলচ্চিত্র জগতের রথী-মহারথীরা।

বেইজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা BJIFF এর চোখ ধাঁধাঁনো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় একশরও বেশি সেরা তারকা ও চলচ্চিত্র নির্মাতারা। বেইজিংয়ের ইয়ানছি লেকের তীরে হয় এর উদ্বোধনী অনুষ্ঠান।

২০১১ সালে শুরু হওয়া এই উৎসবকে বিশ্ব চলচ্চিত্র আর চীনা চলচ্চিত্রের মধ্যে সংযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম বলে বিবেচনা করা হয়। ক্রমবর্ধমান চীনা চলচ্চিত্র শিল্পের বাজারের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এই আয়োজন শুরু করে কর্তৃপক্ষ। তাতে সফলতাও এসেছে দারুণ।

চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এই উৎসবের সম্মানজনক থিয়ানথান সম্মাননা পাওয়ার জন্য অংশ নেয় মোট ১৪৫০টি চলচ্চিত্র। এর মধ্যে চীনের বাইরে মোট ৮৮টি দেশ ও অঞ্চল থেকে অংশ নিয়েছে ১১৯৩টি চলচ্চিত্র। বিদেশি চলচ্চিত্র বৃদ্ধির এই সংখ্যা গত বছরের তুলনায় ৬৩ শতাংশ বেশি। মোট ১০টি ক্যাটাগরিতে দেওয়া হবে এই থিয়ানথান সম্মাননা।

১২তম বেইজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয় গত ১৩ আগস্ট। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর পর্দা নামবে শনিবার।

 

অন্তরঙ্গ আলাপন

স্কুল-কলেজে সংগীতে বেসিক এডুকেশন দরকার: ওস্তাদ আজিজুল ইসলাম

আপন আলোয় ৮২তম পর্বে অতিথি শাস্ত্রীয় বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম

এক.

চট্টগ্রামে আর্যসঙ্গীতসহ কয়েকটি প্রতিষ্ঠানে শাস্ত্রীয় সংগীতের চর্চা হচ্ছে। বাঁশিও শিখছে। আর্টিস্ট বেরুচ্ছে। কিন্তু অনুষ্ঠান কম। ক্লাসিক্যাল মিউজিক- যন্ত্রসংগীত বা ভোকাল- পৃষ্ঠপোষকতা নেই। প্রোগ্রাম করে চলার মতো অবস্থা নেই। সে ধরনের অবস্থা আমাদের দেশে এখনো হয়নি। কবে হবে বলা মুশকিল।

দুই.

আমাদের দেশে শাস্ত্রীয় সংগীতের শ্রোতা খুবই কম। শ্রোতা একদিনে তৈরি হয় না। এ জন্য আমাদের দেশে গত ৫০ বছরে সরকারি পর্যায়ে, শিল্পকলা একাডেমি বলেন, সুধীজন বলেন কেউ কাজ করেনি। ক্লাসিক্যাল মিউজিক নিয়ে হাতে গোনা যে কটি সংগঠন কাজ করেছে তাদের মধ্যে প্রথম কাতারে শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠী। ওনারা বহু বছর ধরে কাজ করছেন। আমি এটা নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশে যত গুণী ক্লাসিক্যাল মিউজিকের আর্টিস্ট সবাই তাদের ব্যানারে প্রোগ্রাম করেছেন। ছোট সংগঠন হলেও ক্লাসিক্যাল মিউজিকের প্রসারে তারা বড় কাজ করেছেন।

 

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একুশে পদক গ্রহণ করছেন শাস্ত্রীয় বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম

তিন.

অনেক সুধীজনও ক্লাসিক্যাল আর লাইভ মিউজিকের পার্থক্যটা বোঝেন না। এটা জরুরি নয় যে আপনাকে সংগীত শিখতেই হবে। স্কুল-কলেজে সংগীতে একটা বেসিক এডুকেশন দেওয়া দরকার। ক্লাসিক্যাল মিউজিক কী? লাইভ মিউজিক কী? সংগীতটা কী? সংগীতটাকে কোর্স হিসেবে নিয়ে কিছু শিখানো। সবাই আর্টিস্ট হবে তা না- ভালো শ্রোতা তো হয়ে উঠবে।

 

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে চট্টগ্রাম তথা বাংলাদেশে শাস্ত্রীয় সংগীত চর্চা- বিশেষ করে যন্ত্রসংগীত ও বাঁশি শিক্ষা প্রসঙ্গে বললেন একুশে পদকপ্রাপ্ত শাস্ত্রীয় বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। পৃষ্ঠপোষকতা ও বোদ্ধা-শ্রোতার অভাবে দেশে শাস্ত্রীয় সংগীতের প্রসার ঘটছে না বলে মনে করেন তিনি। এ জন্য স্কুল-কলেজ পর্যায়ে সংগীত শিক্ষা কোর্স চালু করার পরামর্শ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ বাঁশরিয়ার।

 

সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম

অডিও সম্পাদনা ও প্রতিবেদন: তানজিদ বসুনিয়া।