‘সাহস’
2022-08-18 10:00:29


আজকের অনুষ্ঠানে মালয়েশিয়ায় একজন জনপ্রিয় চীনা গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম লিয়াং চিং রু। চীনে তাকে ‘প্রেমের গানের রানী’ বলা হয়। তার অনেক গান চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেশ জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো লিয়াং চিং রুর একটি সুন্দর গান ‘ভালোবাসায় আমার মন জানবে’।গান ১

 

লিয়াং চিং রু ১৯৭৮ সালে মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন। তার দাদা চীনের কুয়াংতোং প্রদেশের শুনত্য শহরের মানুষ। ছোট থেকে তিনি গান গাইতে বেশ পছন্দ করেন এবং তিনি অনেক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় একটি সংগীত প্রতিযোগিতার মাধ্যমে চীনের তাইওয়ানের একজন বিখ্যাত সংগীত প্রযোজক তাকে জানতে পারে। তার সুপারিশে লিয়াং চিং রু রক সংগীত কোম্পানিতে যোগ দেন এবং তাইওয়ানে যান। ১৯৯৯ সালে লিয়াং চিং রু তার প্রথম অ্যালবাম ‘এক রাত বড় হয়’ প্রকাশ করে তার পেশাদার সংগীত জীবন শুরু করেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে লিয়াং চিং রু’র একটি সুন্দর গান ‘রংধনু’।গান ২

 

২০০০ সালে লিয়াং চিং রু’র দ্বিতীয় অ্যালবাম ‘সাহস’ মুক্তি পায়। অ্যালবামের প্রায় সব গান প্রেমের গান। যা মুক্তির পরই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে এর প্রধান গান ‘সাহস’। গানে নানা বাধা অতিক্রম করে প্রেমের প্রতি অনুসরণ প্রকাশিত হয়। লিয়াং চিং রু’র কণ্ঠে গানটি বেশ আকর্ষণীয় হয়েছে। যা পরে তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। এই গানের জন্য লিয়াং চিং রু সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। তার এই অ্যালবামও সেই বছরের বার্ষিক শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার পায়। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে লিয়াং চিং রু’র এই সুন্দর গান ‘সাহস’ শুনবো।গান ৩

 

২০০২ সালে লিয়াং চিং রু’র নতুন অ্যালবাম ‘সূর্যোদয় পছন্দ করি’ প্রকাশিত হয়। ‘অন্ধকারের পর অবশেষে সূর্যোদয় দেখা যাবে’ এই ধারণা অনুসারে অ্যালবামটি তৈরি হয়। অ্যালবামের গানগুলো ইতিবাচক মনোভাব প্রকাশ করে। যেমন, এর মধ্যে খুব জনপ্রিয় গান ‘শুভ বিচ্ছেদ’। গানটি যারা প্রেমহারা হয়েছে- তাদের জন্য রচিত। গানে লেখা হয়েছে- ভুল মানুষ বিদায় দিলে সঠিক মানুষকে দেখা যাবে। গানটি অনেক মানুষকে সান্ত্বনা ও শক্তি যুগিয়েছে। যা সেই বছরের অনেক সংগীত অ্যাওয়ার্ডস জয় করেছে। বন্ধুরা, এখন শুনুন লিয়াং চিং রু’র জনপ্রিয় গান ‘শুভ বিচ্ছেদ’।গান ৪

 

বন্ধুরা, পরের গানে আমরা শুনবো লিয়াং চিং রুর খুব মিষ্টি একটি প্রেমের গান, গানের নাম ‘ছোট হাত থেকে বড় হাত’। গানে প্রেমে দু’জনের মধ্যে অনেক মিষ্টি ও রোম্যান্টিক অনুভূতি তৈরি করে। একসঙ্গে আতশবাজি শো দেখা, প্রেমের চিঠি লেখা, একসঙ্গে ভ্রমণ করা-এ কাজগুলো খুবই আনন্দময়। আনন্দিত সুরের সঙ্গে গান শুনলে প্রেমের মিষ্টি অনুভূতি বুঝতে পারবেন। চলুন গানটি শুনি।গান ৫

 

বন্ধুরা, মিষ্টি প্রেমের গান শুনে এবার আমরা লিয়াং চিং রু’র একটি দুঃখের প্রেমের গান শুনবো, গানের নাম ‘দুর্ভাগ্যবশত, তুমি নেই’। গানটি ২০০৫ সালে প্রকাশের পরই বেশ জনপ্রিয় হয় এবং সে বছর ‘গোন্ডেন সুর পুরস্কার’ পায়। গানে বলা হয়: কত পরিতাপের বিষয় যে তুমি আমার সঙ্গে শেষ পর্যন্ত গেলে না। আমরা একসঙ্গে এগিয়েছি, তবে মাঝপথে হারিয়ে গেছি। আমরা চেষ্টা করেছি, কিন্তু ফলাফল পরিবর্তন করতে পারিনি। তোমার প্রতি কৃতজ্ঞতা, আমার হাত ধরেছো, তোমার নম্রতা আমি এখনও অনুভব করতে পারি...... বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৬

 

লিয়াং চিং রু’র সুন্দর প্রেমের গান আরো অনেক। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা লিয়াং চিং রু’র আরেকটি সুন্দর গান ‘সি লু’ বা ‘রেশম পথ’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।