ইয়াং জোংওয়েই
2022-08-18 15:14:41

 

১৯৭৮ সালের ৪ এপ্রিল চীনের তাইওয়ান প্রদেশের থাও ইউয়ান শহরে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন তাইওয়ানের পপ-সংগীত শিল্পী। ২০০৭ সালে তিনি তাইওয়ানে সংগীত প্রতিভা প্রতিযোগিতায় অংশ নেয়ার পর শোবিজে প্রবেশ করেন। ২০০৮ সালের জানুয়ারি মাসে তিনি তাঁর প্রথম অ্যালবাম “কবুতর” প্রকাশ করেন। অ্যালবামটি সত্তর হাজার কপি দিয়ে তাইওয়ান অঞ্চলে রেকর্ড পরিমাণ বিক্রয় তালিকায় প্রথম স্থান লাভ করে। সে বছরের মে মাসে তিনি থাইবেই শহরে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন।

“পেঁয়াজ” ইয়াং জোংওয়েই’র গাওয়া একটি গান। গানটি তাঁর ২০০৮ সালের জানুয়ারি মাসে প্রকাশিত অ্যালবাম “কবুতর” থেকে নেওয়া। আসলে তাঁর উপনাম “পেঁয়াজ”, শুনতে তাঁর পুরো নামের প্রথম দু’টো অক্ষরের মতো। গীতিকার মনে করেন, পেঁয়াজের মাধ্যমে দৃষ্টিভঙ্গি বর্ণনা করা যায়। কারণ পেঁয়াজের মতো মানুষকে তার জীবনের প্রথম সময়ে অন্য মানুষ উপলব্ধি করতে পারে না। এমনকি কোন কারণ ছাড়াই মানুষ দূরে থাকে। 

 

“দ্য চিল ব্র্যাসিং দ্য চিল” গানটি “চিরন্তন প্রেম, পিচ পুষ্পের দশটি দুর্দান্ত ৩” টিভি নাটকের শেষ গান। গানটি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত টিভি নাটকটির আসল শব্দ টেপে অন্তর্ভুক্ত হয়। এটি পরপর বার্ষিক টিভি ও চলচ্চিত্র স্বর্ণ জয়ী গান, শ্রেষ্ঠ চলচ্চিত্র ও টিভি নাটক থিম সং, টপ-১০ গান। এটি বার্ষিক স্বর্ণপদকও জিতে। খুবই সুন্দর একটি গান। 

 

“মূল্যবান মুক্তা” গানটি ইয়াং জোংওয়েই ২০১১ সালের অগাস্টে প্রকাশিত “প্রাথমিক রঙ” নামক অ্যালবাম থেকে নেয়া। গানটি বিখ্যাত সঙ্গীত প্রযোজক লি জোং শেং ইয়াং জোংওয়েই’র সঙ্গে যৌথভাবে রেকর্ড করা প্রথম গান। গানটি রেকর্ড করার প্রথম সপ্তাহে ফলাফল ভাল ছিল না। ইয়াং জোংওয়েই’র কল্পনার বাইরে কঠিন ছিল এ গান। ফলে গানটি রেকর্ড করতে তাঁর প্রায় একমাস সময় লেগেছে। গানটিকে এমন নাম দেয়া হয় কারণ লি জোং শেং মনে করেন, ইয়াং জোং ওয়েই’র কণ্ঠস্বর মুক্তার মতো মূল্যবান। 

 

গায়ক হবার কারণে ইয়াং জোংওয়েই সবসময় বিভিন্ন শহরে যাতায়াত করেন। তিনি বিভিন্ন মানুষ এবং উদ্বেগ ও ভালবাসার সঙ্গে যোগাযোগ করেন। বিভিন্ন জীবনযাপন অভিজ্ঞতা তাঁকে সৃষ্টির অনুপ্রেরণা দেয়। “আসলে কিছুই নেই” গানটি তিনি “অর্থ বা অবস্থান পরিষ্কার করার” উপায়ে তাঁর বিভিন্ন মঞ্চ ও বিভিন্ন জীবনের অনুভূতি প্রকাশ করেন। গানটি তাঁর ২০১৩ সালের মার্চ মাসে প্রকাশিত অ্যালবাম “প্রথম ভালোবাসা”য় অন্তর্ভুক্ত হয় এবং ২০১৪ সালে চ্যানেল ভি বার্ষিক সেরা গোল্ড সং পুরস্কার জিতে। 

 

“আমাকে ভুলে যাও!” ইয়াং জোংওয়েই’র “প্রথম ভালোবাসা” নামক অ্যালবামের দ্বিতীয় প্রধান গান। গানের গল্পে এক মেয়ে তার প্রেমিক তাকে পরিত্যাগ করার পর নিজেকে ত্যাগ করার প্রক্রিয়া বর্ণনা করেছে। কিন্তু চূড়ান্ত সময়ে মেয়েটি সব কিছু ঠিক হয়ে যাবার বিশ্বাস করে।

 

আমি ইয়াং জোং ওয়েই’র অন্য আরেকটি গান আপনাদের শোনাব, গানের নাম ‘আমি সময়ের শেষে তোমার জন্য অপেক্ষা করব’। 

   

 (প্রেমা/এনাম)